হোম > বিশ্ব > ভারত

ক্যারিয়ার নিয়ে হতাশ পুত্রের বলি হলেন বাবা-মা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২২: ১৩
আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ২২: ১৩
প্রতীকী ছবি

মহারাষ্ট্রের নাগপুরে পড়াশুনা ও ক্যারিয়ার নিয়ে মতানৈক্যের কারণে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র তাঁর বাবা-মাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত তরুন উৎকর্ষ ধাখোলে (২৫) নাগপুরের কাপিল নগর এলাকার বাসিন্দা। গত ২৬ ডিসেম্বর তিনি তাঁর বাবা লীলাধর ধাখোলে (৫৫) ও মা অরুণা ধাখোলেকে (৫০) হত্যা করেন। আজ বুধবার সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ জানায়, উৎকর্ষ ২৬ ডিসেম্বর দুপুরের দিকে প্রথমে তাঁর মাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বিকেল ৫টার দিকে তাঁর বাবা বাসায় ফিরলে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর মৃতদেহ বাড়িতে রেখেই তিনি চলে যান।

হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে উৎকর্ষ তাঁর কলেজপড়ুয়া বোনকে নিয়ে কাকার বাসায় যান। তিনি আত্মীয়দের বলেন, তাঁর বাবা-মা যোগ ব্যায়ামের একটি অনুষ্ঠানে অংশ নিতে কয়েকদিনের জন্য বেঙ্গালুরুতে গেছেন।

আজ বুধবার প্রতিবেশীরা তাঁদের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানায়। তারপরেই হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ পায়। পুলিশ অভিযুক্ত উৎকর্ষকে গ্রেপ্তার করেছে।

নাগপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ নিকেতন কদম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উৎকর্ষ তাঁর বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেছেন।

নিকেতন কদম আরও জানান, উৎকর্ষ দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। কিন্তু তিনি বারবার ভালো ফল করতে ব্যর্থ হচ্ছিলেন। তাঁর বাবা-মা তাঁকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অন্য কোনো বিষয় বেছে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি তাঁদের প্রস্তাব মানতে রাজি ছিলেন না। এ নিয়ে মতানৈক্যের কারণে তিনি তাঁর বাবা-মাকে হত্যা করেছেন।

অর্কা মায়ের দ্বিতীয়বার মৃত শাবক বহনে বিজ্ঞানীদের উদ্বেগ

থাইল্যান্ডে ভুলে মারাত্মক মাদক গ্রহণে কন্যার মৃত্যু, অভিযোগ ব্রিটিশ পরিবারের

জেটব্লু এয়ারলাইনসের বিমানে এবার পাওয়া গেল দুটি মরদেহ

খাবার নেই, ঘুম নেই, কোনো আশা নেই যেখানে