গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে ১৫ ইসরায়েলি সেনাসদস্য নিহত হয়েছেন। আজ বুধবার যুদ্ধে পাঁচজন সেনা কর্মকর্তাসহ ১০ ইসরায়েলি সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে হামাস বলেছে, গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ও ইসলামি জিহাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই হয়েছে। এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে। তবে এ হামলা কোথায় হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি হামাস।
পৃথক এক বিবৃতিতে হামাস বলেছে, হামাস যোদ্ধারা গাজা উপত্যকার খান ইউনিসে একটি ইসরায়েলি ট্যাংকে অ্যান্টি-আর্মার শেল দিয়ে হামলা চালিয়েছে। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
এর আগে আজ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী।
গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ১৮ হাজার ৬০৮ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৫০ হাজার ৫৯৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৭ অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়। সরকারি হিসাবে গাজায় এখনো ১৩৯ জন জিম্মি রয়েছে।