জাকির নায়েককে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০: ৪৩

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে আলোচিত ধর্মপ্রচারক ড. জাকির নায়েককে। তিনি গতকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতে ধর্মীয় উসকানির মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আছে ড. জাকির নায়েকের বিরুদ্ধে। তিনি দেশটির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন। ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ‘ওয়ান্টেড’ আসামি হিসেবে ঘোষণা করেছে অনেক আগেই। 

ইসলামাবাদ বিমানবন্দরে জাকির নায়েককে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব প্রকল্পের চেয়ারম্যান রানা মাশউদ, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আত্তা-উর-রহমান, জাতীয় পরিষদবিষয়ক সচিব শমশের আলী মাজারি এবং অন্যরা। জাকির নায়েক আগামী ২৮ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন। 

সোমবার সন্ধ্যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন জাকির নায়েক। পরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের অ্যাকাউন্ট থেকেই ইসহাক দারের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন তিনি। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, জাকির নায়েক এই সময়ে ইসলামাবাদ, করাচি ও লাহোরে বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এ ছাড়া, বেশ কয়েকটি মসজিদে তিনি জুমার নামাজেও ইমামতি করবেন তিনি। 

জাকির নায়েক ২০১৬ সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করছেন। সে বছর থেকেই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং ভারতীয় দণ্ডবিধির (বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা) প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে। 

সে বছরের জুলাইয়ে বাংলাদেশের রাজধানী জুলাইয়ে ঢাকায় এক সন্ত্রাসী হামলার পর এনআইএ এই পদক্ষেপ গ্রহণ করে। কারণ, ঢাকায় সেই সন্ত্রাসী আক্রমণে জড়িত থাকা একজন স্বীকার করেছিলেন যে, তানি জাকির নায়েকের ইউটিউব চ্যানেলে প্রচারিত বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভারত তাঁকে প্রত্যর্পণের অনুরোধ করলেও মালয়েশিয়া এখনো পর্যন্ত তাতে সাড়া দেয়নি।

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

তালেবানের পাল্টা হামলা, পাক-আফগান সীমান্তে উত্তেজনা

সামরিক আদালতে ইমরান খানের সমর্থকদের সাজা, আন্তর্জাতিক মহলে উদ্বেগ