হোম > জাতীয়

জাতিসংঘের তহবিল পেল সিভিসি ফাইন্যান্স

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ১৮: ২২
আপডেট: ২০ আগস্ট ২০২১, ১৯: ০০

সম্প্রতি জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসক্যাপ) ও মূলধন উন্নয়ন তহবিল উইমেন এন্টারপ্রাইজ রিকভারি ফান্ড (ইউএনসিডিএফ) প্রোগ্রামের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই তহবিল বিজয়ী ১০টি প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে সিভিসি ফাইন্যান্স লিমিটেড। সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের শুরুতে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী নেতৃত্বাধীন উদ্যোগের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার এবং ডিজিটালাইজেশনে সহায়তা করার জন্য এই তহবিল চালু করে এসক্যাপ ও ইউএনসিডিএফ। এই তহবিলের আওতায় সিভিসি তাদের প্রকল্পের পরীক্ষামূলক পরিচালনের আর্থিক ও কারিগরি সহায়তা পাবে। 

সিভিসি ফাইন্যান্সের প্রকল্প ‘ডিজিটাল আন–ডিভাইড’–এর মাধ্যমে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসাকে ডিজিটালাইজড করতে সহায়তা করবে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘চাই রিটেইল টেক লিমিটেড’–এর তৈরি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটালাইজেশনের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচিও তৈরি করবে তারা। 

এক বিবৃতিতে সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ বলেন, বহুল প্রতীক্ষিত উইমেন এন্টারপ্রাইজ রিকভারি ফান্ড–এর ১০ যোগ্য বিজয়ীর একজন হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই যুগান্তকারী প্রকল্পের বাস্তবায়নে সহায়তার জন্য ইউএনসিডিএফ, এসক্যাপ এবং অন্যান্য সহযোগীদের আমাদের পক্ষ হতে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। 

এতে যৌথভাবে অর্থায়ন করেছে ডাচ এন্টারপ্রেনারিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, কানাডা সরকার এবং ভিসা ইনকরপোরেশন। তহবিলটি অংশীদারত্বের মাধ্যমে নারী উদ্যোক্তা কর্মসূচিকে ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথভাবে জাতিসংঘের এসক্যাপ এবং জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড–এর ‘ডিজিটাল যুগে কেউ পিছিয়ে নেই’ কৌশলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তহবিলটি অস্ট্রেলীয় সরকার কর্তৃক আয়োজিত এবং ইউএনসিডিএফের ফান্ড ফ্যাসিলিটি ইনভেস্টমেন্ট মেকানিজম দ্বারা পরিচালিত।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়তে তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রাবার বোর্ডের চেয়ারম্যান জনেন্দ্র নাথকে বাধ্যতামূলক অবসর

এনআইডি আইন পর্যালোচনা করবে ইসি

হাসিনার বিরুদ্ধে ক্রসফায়ারে ২২৭৬ জনকে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির