হোম > জাতীয়

পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২৪ জুন ২০২১, ১৯: ৩৪

ঢাকা: পৌনে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুল মাবুদ ও তাঁর স্ত্রী নাসিমা খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৬ জুন সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ এ মামলাটি দায়ের হয়। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে ৪ কোটি ৭২ লাখ ৩৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামীরা পারস্পারিক যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা ও ভুয়া দলিল তৈরি করে মাধ্যমে ৪ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ২১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন-২০০৪ ২৭ (১) ও মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪ (২) (৩) ধারা লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাসউদ ও সমন্বয়ক রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

বিনা দোষে জেল খাটার চেয়ে মরে যাওয়া ভালো: আইনজীবীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর চিঠি

ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ

ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগীদের কাছে রাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত: কামাল আহমেদ