হেরে বিপিএল শুরু শাকিব খানের ঢাকার

ক্রীড়া ডেস্ক     

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২: ১৮
ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের। ছবি: আজকের পত্রিকা

নানা ঘটনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিন ছিল বেশ আলোচিত। কিন্তু ছক্কা-চারের ফুলঝুরিতে মাঠের বাইরের আলোচনা কিছুটা হলেও ক্রিকেটপ্রেমীদের ভুলিয়ে দিয়েছে নিশ্চয়ই! দুই ম্যাচের তিনটি ইনিংসেই স্কোর পেরিয়েছে ১৯০। দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের পর দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশিত জয় পেয়েছে রংপুর রাইডার্স। কিং খান শাকিবের ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে বিপিএলে উড়ন্ত শুরু পেল গ্লোবাল চ্যাম্পিয়নসরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সমর্থকদের ছক্কা-চারের উদ্‌যাপনে মাতিয়ে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৬ উইকেটে ১৯১ রান তোলে রংপুর। শুরুতে দ্রুত দুটি উইকেট হারালেও খুশদিল শাহ-ইফতিখার আহমেদদের দৃঢ়তায় দারুণ সংগ্রহ পায় তারা। ১৯২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শেখ মেহেদী হাসানের ঘূর্ণি ঝড়ে পড়ে নাকাল হয় ঢাকা। ৯ উইকেটে ১৫১ রানে থেমে যায় তাদের ইনিংস।

লক্ষ্য তাড়ায় নেমে ঢাকার শুরুটা হয়েছিল জয়ের আশা দেখানো। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ৭.৩ ওভারে যোগ করেন ৬৫ রান। অষ্টম ওভারে তানজিদ তামিমকে ফিরিয়ে রংপুরকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন শেখ মেহেদী। দুটি করে ছক্কা ও চারে ২১ বলে ৩০ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

তারপরই ধস নামে ঢাকার ব্যাটিংয়ে। একই ওভারে হাবিবুর রহমান সোহানকেও (৬) ফেরান মেহেদী। নিজের পরের ওভারে ফেরান লিটন ও আফগান অলরাউন্ডার ফরমানউল্লাহকে (১)। ২৭ বলে ৩১ রান আসে লিটনের ব্যাট থেকে। ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মেহেদী, খুশদিল নিয়েছেন ২ উইকেট।

তার আগে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ২০ রানেই দুই ওপেনার স্টিভেন টেলর (১৪) ও অ্যালেক্স হেলসের (৫) উইকেট হারায় রংপুর। এর পরের চার ব্যাটারই খেলেছেন কার্যকর ইনিংস। সাইফ হাসান ৪০, ইফতিখার ৪৯, খুশদিলের অপরাজিত ২৩ বলে ২৬ ও সোহান করেছেন ১১ বলে ২৫ রানের সৌজন্যে ১৯১ রান সংগ্রহ করে রংপুর। ঢাকার আলাউদ্দিন বাবু ৩টি ও মুকিদুল ইসলাম মুগ্ধর শিকার ২ টি।

স্মিথ-আমলাকে মনে করালেন রিকেলটন, বাবরে লড়ছে পাকিস্তান

সিডনি টেস্টের মাঝপথেই বড় বিপদে ভারত

অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে সাইম, শঙ্কায় চ্যাম্পিয়নস ট্রফি

ভয়ংকর দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ অজি ক্রিকেটারের