হোম > সারা দেশ > খুলনা

ইবিতে শহীদ জিয়া স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন

ইবি প্রতিনিধি 

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৫: ৪৮
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলকে সদস্যসচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন প্রক্টর অধ্যাপক মো. শাহীনুজ্জামান ও এস্টেটপ্রধান উপরেজিস্ট্রার মোহা. আলাউদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের জন্য প্রশাসন নিজ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপন করার উদ্যোগ নিয়েছে। শাখা ছাত্রদল আমাদের কাছে বিষয়টি নিয়ে এগিয়ে এসেছে। আহ্বায়ক কমিটি মিটিংয়ে বসে জিয়া স্মৃতি সংগ্রহশালা স্থাপনের জন্য লোকেশন, বাজেট ও সংগ্রহশালার জিনিসপত্র সংরক্ষণ করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

এর আগে গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ ১০ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

রাজশাহী ওয়াসা: মন নেই পানির মানে দাম বাড়াতে ঝোঁক

বনানীর ২০ বিঘা প্রকল্পের ফাইলের হঠাৎ নড়াচড়া

নিয়োগ নির্মাণ কেনাকাটায় প্রধান শিক্ষকের দুর্নীতি

সেচের অভাবে ধান উৎপাদন অর্ধেকে, উদ্বিগ্ন কৃষক