প্রতিবন্ধীদের কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর লেখা পোস্ট করায় ঠাকুরগাঁওয়ের এক সাংবাদিককে লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ২০২১ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আজ বুধবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের নাম আবদুল লতিফ লিটু। তিনি বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, দুটি ধারায় আদালত আসামি লিটুকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রতি ৫০ হাজারের জন্য তাঁর তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল লতিফ লিটু প্রতিবন্ধীদের কটূক্তি করে নিজের ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে এলে রাজশাহী জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি জাহিদুর রহমান ওই বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
পরে এই মামলার তদন্ত হয়। তদন্তে লিটুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর এই মামলার বিচার শুরু হয়। ফরেনসিক পরীক্ষা ও সাক্ষীদের সাক্ষ্যে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আসামি লিটু দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আজ বুধবার এই মামলার রায় ঘোষণা করেন।
আইনজীবী ইসমত আরা বলেন, রায় ঘোষণার পর আসামি লিটুকে কারাগারের হাজতে রাখা হয়েছে। বিকেলের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করলে তিনি ছাড়া পাবেন। অন্যথায় আদালতের রায় অনুযায়ী তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।