হোম > সারা দেশ > রাজশাহী

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি   

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি। ছবি: আজকের পত্রিকা

ইরান ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত মানসুরচভোশি।

স্বাগত বক্তব্যে সভাপতি সাইদুর রহমান সিরাজগঞ্জের শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং দুই দেশের পণ্য আমদানি রপ্তানির বিভিন্ন বিষয় তুলে ধরেন। সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্প পার্কের সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার অহবান জানানোর পাশাপাশি জেলার দুগ্ধজাত পণ্য, কম্বল, তাঁত শিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতি মাছের বিষয়ে তথ্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইরানি রাষ্ট্রদূত মানসুরচভোশি এখানকার দুগ্ধপণ্য, তাঁতের তৈরি পণ্য এবং মাছ নিজদেশে নিতে আগ্রহ প্রকাশ করেন এবং সিরাজগঞ্জে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনাতে সাড়া দিয়ে সিরাজগঞ্জের চেম্বারের নেতাদেরকে ইরানে গিয়ে বাণিজ্যিক আলোচনা করার আমন্ত্রণ জানান।

এ সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী জারাচাভোশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ইরানি রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা সিরাজগঞ্জ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্পপার্ক এলাকা ঘুরে দেখেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার