পিকনিকের নৌকা দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১৪: ০৪

পাবনার চাটমোহরে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিলচলন ইউনিয়নের চরসেনগ্রাম মহাজেরপাড়া গুমানী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম আশরাফুল (৩)। সে উপজেলার বিলচলন ইউনিয়ন চরসেনগ্রাম মহাজেরপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, গুমানি নদীতে পিকনিকের নৌকা গান বাজিয়ে যাচ্ছিল। গ্রামের বেশ কয়েকটি শিশু নদীর পাড়ে সেই নৌকা দেখতে যায়। এ সময় অসাবধানতায় শিশু আশরাফুল নদীর পানিতে পড়ে যায়। অন্য শিশুরা চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুমানী নদীতে পিকনিকের নৌকা দেখতে গিয়ে পানিতে পড়ে শিশু আশরাফুলের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে ২ কৃষককে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

নওগাঁয় সকালের মিষ্টি রোদে প্রাণচাঞ্চল্য ফিরেছে

থামেনি হুন্ডি মুকুলের মাটি লুট, অসহায় এলাকাবাসী

বগুড়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবদল নেতা নিহত