ঠাকুরগাঁওয়ের হরিপুরে বালু ভর্তি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার চাপদা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জুনায়েদ হোসেন (৩) বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শিশু জুনায়েদ বাড়ির সামনে পাকা রাস্তায় খেলার জন্য ছোট ছোট পাথর কুড়াচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা টিলার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই পাওয়ার টিলারকে জব্দ করলেও পালিয়ে যায় চালক।
হরিপুর থানার ওসি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।