হোম > সারা দেশ > রংপুর

সেই মিনি স্টেডিয়াম থেকে বাঁশের হাট সরালেন ইউএনও

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আপডেট: ২৭ এপ্রিল ২০২২, ১৯: ৪৩

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে অবশেষে পৌরসভার ইজারা দেওয়া সেই সাপ্তাহিক বাঁশের হাট সরালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির। আজ বুধবার সাপ্তাহিক বাঁশের হাটটি স্টেডিয়াম মাঠ থেকে সরে পার্শ্ববর্তী জেলখানা মাঠে বসতে দেখা গেছে।

প্রতি সপ্তাহে বুধবার বাঁশের হাট বসায় স্টেডিয়াম মাঠে বাঁশের ছোট টুকরা ও কঞ্চিতে ভরে থাকত। এতে খেলাধুলা করতে গিয়ে শিশুসহ একাধিক তরুণ, যুবক আহত হয়েছে। মাঠে এক প্রকার খেলাধুলা বন্ধ হয়ে পড়েছিল। এর পর থেকেই স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল খেলাধুলার মাঠ থেকে বাঁশের হাটটি সরানোর। তবে পৌর কর্তৃপক্ষ সেদিকে কর্ণপাত না করে সাপ্তাহিক হাট ইজারার মাধ্যমে পরিচালনা করে আসছিল।

এ নিয়ে গত ৯ এপ্রিল ‘মিনি স্টেডিয়ামে বাঁশের হাট, খেলাধুলা ব্যাহত’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের পর এ প্রতিবেদককে ইউএনও জানিয়েছিলেন, স্টেডিয়াম থেকে বাঁশের হাট সরাতে পৌর কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে বলা হয়েছে, না সরালে ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউএনওর মৌখিক নির্দেশ উপেক্ষা করে গত ২০ এপ্রিল আবারও হাট বসায় পৌরসভার নিয়োগকৃত ইজারাদার। খবর পেয়ে ইউএনও সরেজমিনে ওই দিন স্টেডিয়াম মাঠে গিয়ে বাঁশের হাট বসানোর কার্যক্রম স্থগিত রাখতে বলেন। তবে পৌরসভা কর্তৃপক্ষ ও ইজারাদার আইয়ুব আলী মিলে ইউএনওর কাছে আগামী সপ্তাহে হাটটি অন্যত্র বসানো হবে বলে অঙ্গীকার করে সেদিনকার মতো হাট পরিচালনা করেন। এরপর আজ বুধবারের সাপ্তাহিক হাটটি স্টেডিয়াম থেকে সরিয়ে পার্শ্ববর্তী জেলখানা মাঠে বসিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

ইউএনও জুলকার নাইন আজকের পত্রিকাকে বলেন, ‘মিনি স্টেডিয়াম থাকবে খেলাধুলার জন্য উন্মুক্ত। সেখানে কেন বাঁশের হাট বসবে। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’ 

নিয়োগ-চাঁদাবাজি ছিল আফতাবের কবজায়

শূন্যরেখার শেষ প্রান্তে বিএসএফের বেড়া নির্মাণ, পাটগ্রাম সীমান্তে উত্তেজনা

হাতীবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খানসামায় ভুট্টাখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, মামলায় যুবক গ্রেপ্তার