সিলেট অঞ্চলে ২৩ হাজার ৫৩০টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অপেক্ষায় রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সিলেট অঞ্চলের এনআইডি সেবা নিয়ে এক সভায় এ তথ্য জানানো হয়।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।
সভায় জানানো হয়, এসব আবেদনের মধ্যে রয়েছে অনিষ্পন্ন ও প্রক্রিয়াধীন বিভিন্ন ক্যাটাগরি, সেন্ট টু সিটিজেন, তদন্ত, সাক্ষাৎকার, অতিরিক্ত তথ্য চাওয়া প্রভৃতি আবেদন। সুনামগঞ্জের ৩ হাজার ৪১৮, সিলেটের ৮ হাজার ১৭২, মৌলভীবাজারের ৪ হাজার ৪৬ এবং হবিগঞ্জের ৭ হাজার ৮৯৪টি আবেদন রয়েছে।
এ ছাড়া মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ৪ লাখ ৯ হাজার ৭৯৬টি এনআইডি সংশোধনের আবেদন রয়েছে বলেও সভায় জানানো হয়।
সভায় আরও জানানো হয়, সিলেট অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের (সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কাতার, কুয়েত ও মালয়েশিয়া) মোট ৪ হাজার ৩৮১টি আবেদন এসেছে। মিশন থেকে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে ২ হাজার ৩০ জনের। তদন্ত সম্পন্ন হয়ে আপ্রুভের জন্য অপেক্ষায় রয়েছে ১৯টি আবেদন। আপ্রুভ হয়েছে ১ হাজার ৪০০ আবেদন। বাতিল করা হয়েছে ২০০ টি, ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি কিন্তু বাতিল করা হয়েছে চারটি এবং থানা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে ২ হাজার ৮০৬টি আবেদন।