সিলেটে বিপুল পরিমাণে চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চোরাই পণ্য জব্দের বিষয় জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার, ওষুধ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, শিং মাছসহ বিভিন্ন পণ্যসামগ্রী। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা চোরাচালানি মালামালগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।