হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০: ৪৯
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২০: ৪৯
প্রতীকী ছবি

বান্দরবানের লামায় লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৮)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, নিজের লাউখেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফরিদুল মারা গেছেন।

স্থানীয় লোকজন ও নিহত ফরিদুলের পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার এক কিলোমিটার দূরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী গ্রামের চাককাটা পাহাড়ি এলাকায় ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি নিয়মিত খেত পাহারা দিতেন। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে খেত পাহারা দিচ্ছিলেন।

খেত পাহারা দেওয়ার সময় একটি বন্য হাতি আসার খবরে ফরিদুলসহ কয়েক কৃষক দিগ্বিদিক ছোটাছুটি করছিলেন। একপর্যায়ে বন্য হাতির সামনে পড়ে যান ফরিদুল। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। ওই রাতেই স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আদালতের ৯ বস্তা মামলার নথি মিলল ভাঙারি দোকানে, আটক ১

চট্টগ্রাম বন্দরে অবৈধ টার্মিনাল: আ.লীগের দখলমুক্ত হয়ে বিএনপি নেতার কবজায়

জুয়ার টাকা জোগাতে চুরি, দেখে ফেলায় বয়স্ক গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

থাইল্যান্ডে অপহরণের শিকার চট্টগ্রামের ৫ যুবক