হোম > খেলা > ক্রিকেট

বাবর-রিজওয়ানদের জন্য আইসিসির দু:সংবাদ

ক্রীড়া ডেস্ক     

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১১
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ১১
এখনো সিরিজ হারের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। ছবি: এএফপি

এখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতটা টাটকা। এরই মধ্যে আইসিসি দিল আরেক দুঃসংবাদ। শেষ ম্যাচে মন্থর গতিতে বোলিংয়ের দায়ে (স্লো ওভার রেট) পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ পয়েন্ট এবং ওই ম্যাচের ২৫ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আজ এক বার্তায় এমনটাই জানিয়েছে আইসিসি। কেপটাউন টেস্টে নির্ধারিত সময়ের ভেতর পাঁচ ওভার কম করায় বাবর-রিজওয়ানদের এমন শাস্তির খবর পেতে হলো। পাঁচ পয়েন্ট কেটে নেওয়ায় চ্যাম্পিয়নশিপ চক্রে ১২ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ২৪.৩১ শতাংশ। ফলে তারা নেমে গেছে টেবিলের আটে, তাদের নিচে কেবল ওয়েস্ট ইন্ডিজ।

কেপটাউন টেস্টের ম‍্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি দিয়েছেন। তাঁর কাছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এর আগে ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার অ‍্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার স্টিভেন হ‍্যারিস অভিযোগ এনেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে।

এর আগেও মন্থরগতির ওভারের জন্য পয়েন্ট কাটা হয়েছিল পাকিস্তানের। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে দুই পয়েন্ট হারায় দলটি এরপর গত বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পর ছয় পয়েন্ট হারিয়েছিল তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

গৌতম গম্ভীরকে ‘ভণ্ড’ বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার

ইউরোপে লেভা-সালাহর পিছু নিয়েছেন তরুণেরা

৮ হাজারের মাইলফলকে তামিমই প্রথম

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের ‘ভুল সংবাদ’, পাকিস্তানের প্রতিবাদ