বাংলাদেশ সময় রাত ৯টায় জ্যামাইকার স্যাবাইনা পার্কে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে টানা বৃষ্টির কারণে মাঠ ও উইকেট এখনো ভেজা ও নরম থাকায় টসের সময় পেছানো হয়েছে।
বাংলাদেশ যখন আজ জ্যামাইকায় ঘুরে দাঁড়ানোর টেস্ট খেলতে নামছে, তখন দেশে আলোচনা সাকিব আল হাসানের ওয়ানডে দলে না থাকা নিয়ে। আগামী ৮ ডিসেম্বর শুরু ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব নেই—এটা নিশ্চিত। তারকা অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিত হওয়ার পরও নির্বাচকেরা দল ঘোষণা করতে পারেননি।
মোহাম্মদ ইনান রানআউট হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন পাকিস্তানের যুবারা। ভারতের বিপক্ষে জয় যে নিশ্চিত হয়ে গেছে! হোক না বয়সভিত্তিক দলের লড়াই, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়—উচ্ছ্বাসে মেতে না ওঠে কী থাকা যায়!
৫১৬ রানের টার্গেট। এত বিশাল রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই কারও। দক্ষিণ আফ্রিকা রানের যে পাহাড় গড়েছিল, তাতে পিষ্ট হয়ে শ্রীলঙ্কা। ডারবানে ২৩৩ রানে হেরেছে সফরকারীরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
আগের ম্যাচে দলের চাপের মুখে ২২ বলে অপরাজিত ১৫ রান করেছিলেন সাকিব আল হাসান। এবারও অপরাজিত থাকলেন বাংলাদেশি অলরাউন্ডার। ১ বল খেললেও খুলতে পারেননি রানের খাতা।
এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে ৫ উইকেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের মেয়েদের। বিপরীতে আইরিশদের জন্য সিরিজে সমতায় ফেরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে লাল বলে ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন কেন উইলিয়ামসন। তবে তাঁর বিশেষ দিনটা নিজেদের করে নিল ইংল্যান্ড। দিন শেষে হারের শঙ্কায় কিউইরা। জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিন আবারও মাঠে নামবে ইংলিশরা।
দুর্নীতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি পেসার ও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার লনওয়াবো সতসোবেসহ তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট উইকেটরক্ষক থামি সোলেকিলে ও এথি এমবালাতি।
২০২০ সালের ডিসেম্বরেই ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাডিলেড ওভালে। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে বড় ধাক্কা খেল স্বাগতিকেরা। চোটে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড।
প্রথম ম্যাচের দাপুটে জয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজে দলের লক্ষ্য এখন সিরিজ জয়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
জ্যামাইকার কিংস্টনে আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে সবাইকে সুস্থ ও ফিট অবস্থায় পাচ্ছে সফরকারী দল। মাথায় আঘাত পাওয়া তাসকিন আহমেদও এখন ফিট।
ডারবান টেস্ট
৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
সভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট...
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায়
অ্যান্টিগা টেস্টে শেষে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, বাংলাদেশ হেরে গেছে ব্যাটিং ব্যর্থতার কারণে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেননি ব্যাটাররা। সফরকারীদের সব উইকেট নিয়েছে তাদের পেস বোলাররা।
ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির চলতি মৌসুমে হচ্ছে দারুণ সব কীর্তি। কয়েক দিন আগেই গুজরাটের উর্বিল প্যাটেল করেছিলেন ২৮ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি। আজ দিল্লি ও মণিপুরের ম্যাচে বিরল ঘটনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম নজির—কোনো দলের একাদশে থাকা সব ক্রিকেটারই বোলিং করেছেন ম্যাচে।