টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। গতরাতে জ্যামাইকার কিংস্টনে তাঁর গতির সামনে নাস্তানাবুদ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ২২ বছর বয়সী পেসারের তোপ সামলাতে না পেরে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৬ রানে।
তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন নাহিদ রানা। তাঁর অফ স্টাম্পের সামান্য বাইরে করা ফুল লেন্থের বল একটু সামনে ঝুঁকে ড্রাইভ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল ভাসলেও প্রথম স্লিপে থাকা সাদমান ইসলাম সামনে ঝুঁকে তালুবন্দী করতে পারেননি।
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার তোপের পর সফরকারীরা কিংস্টন টেস্টের তৃতীয় দিন পার করেছে ২১১ রানের লিড নিয়ে। বাংলাদেশ তৃতীয় দিন পার করেছে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।
খেলা, ক্রিকেট, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, নাহিদ রানা
মাঠের বাইরে সতীর্থ, মাঠের ভেতরে প্রতিপক্ষ সিলেটের খেলোয়াড়দের গার্ড অব অনার পেলেন ফরহাদ রেজা। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা ছয় রাউন্ডে রাজশাহীর একাদশে সুযোগ হয়নি এই অলরাউন্ডারের। শেষ রাউন্ডে নিরুত্তাপ ম্যাচ হওয়ায় তাঁকে মাঠ থেকে বিদায়ের সুযোগ দেয় টিম ম্যানেজেন্ট।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানের যুবারা। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৬৯ রানে হারিয়েছে তারা। শারজায় ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে জাপানকে ২১১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত।
মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান এখন আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না বললেই চলে। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে চলছে তীব্র লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব আখতার।
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশের মেয়েরা। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য রেকর্ড গড়ার সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছে একগাদা রেকর্ড। আইরিশদের হেসেখেলে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।
খেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, সাকিব আল হাসান
দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ। এই সময়ে প্রোটিয়াদের সমস্যা বেড়েই চলেছে। দলের আরও এক তারকা ক্রিকেটারকে পাকিস্তান সিরিজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংটা দারুণ হচ্ছে বাংলাদেশের। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে এখন আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে আজ নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৮৬ রান।
আফগানিস্তানের মোহাম্মদ গজনফার মানুষ নাকি রোবট-অনেকের মনেই এই কৌতূহলী প্রশ্ন। কারণ, ক্রিকেটের ব্যস্ত সূচিতে বেশির ভাগ ক্রিকেটার বেছে বেছে খেললেও গজনফার সেই পথে হাঁটছেন না। বিরামহীন যন্ত্রের মতো খেলে যাচ্ছেন সব জায়গায়।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আবুধাবি টি-টেন বাদ যাচ্ছে না কোনো টুর্নামেন্ট।
ভারতের লক্ষ্ণৌ ভিত্তিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগের (বিসিএল) ড্রাফট থেকে তামিম ইকবালকে এমপি টাইগার্স নিয়েছে বলে খবর ছড়িয়েছে। এ ঘটনা শোনার পর রীতিমতো বিস্মিত তামিম।
অনুষ্ঠান শুরুর কথা সকাল সাড়ে ১০টায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেট তারকারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাজির কাল সকাল ১০টার মধ্যেই।
জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে যাওয়ার রোগ থেকে কিছুতেই বের হতে পারছে না রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে আবারও জয়ের মতো অবস্থায় থেকে হেরে গেছে রংপুর। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টে যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেটার বিপরীত অবস্থা তানজিম হাসান সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।
রেকর্ড গড়তে বাংলাদেশের চেয়ে যেন ভালো প্রতিপক্ষ হয়ই না। সংস্করণ, দল, ভেন্যু যা-ই হোক না কেন, প্রায়ই কোনো না কোনো রেকর্ড হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস কৃপণ বোলিংয়ে ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন। তাঁর কীর্তির দিনে বেকায়দায় পড়েছে বাংলাদেশ।