বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম কান্ডারি তাসকিন আহমেদ। প্রতিবছরই আইপিএল এলে তাসকিনের খেলা নিয়ে আলোচনা হয়। কিন্তু এবার মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।
শিকড় বাংলাদেশে হলেও হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে নামডাক কুড়িয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের একটা সময় বার্সেলোনায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে শোনা গেছে।
২০২৩ সালের ডিসেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলা হয়নি নুরুল হাসান সোহানের। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৫০ ওভারে ২১৭ রানের লক্ষ্য আহামরি তেমন কিছু নয়। কিন্তু সতীর্থরা যখন আসা-যাওয়ায় ব্যস্ত থাকে, তখন সামান্য লক্ষ্যও অনেক দূরের পথ মনে হয়। নুরুল হাসান সোহানের ক্ষেত্রে আজ হয়েছে এমনটাই। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি।
হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল কুইন্সল্যান্ডের হয়ে গত সপ্তাহে খেলতে পারেননি উসমান খাজা। দেশটির প্রথম শ্রেণির টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলায় খাজার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ।
অভিষেকে শূন্য, পরের ম্যাচেও শূন্য—এমন অবস্থায় হতাশায় মুষড়ে পড়াটাই স্বাভাবিক। কিন্তু হাসান নাওয়াজ যেন ভিন্ন ধাঁচে গড়া। দুঃস্বপ্নকে দূরে ঠেলে খেললেন দারুণ এক ইনিংস। সেই ইনিংস তাঁকে পরিণত করেছে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ানে। একইসঙ্গে পাকিস্তানও পেয়েছে ঐতিহাসিক এক জয়।
ব্যাপক চিন্তা নিয়েই কাল সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। চোটের কারণে একগাদা তারকা ফুটবলার ছাড়াই খেলতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তার আগে আলোচনায় লিওনেল মেসির ১০ নম্বর জার্সি কে পরবেন?
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর না হতেই বিশেষ একটা পরিচিত পেয়েছেন নাহিদ রানা। গতিই তাঁকে বিশেষ পরিচিত করে তুলেছে। রানা এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। প্রথমবারের মতো পেশোয়ার জালমিরের হয়ে পিএসএল খেলতে এরই মধ্যে বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রানা বলেছেন...
বিশ্ব অ্যাথলেটিকস
চীনের নানজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জহির রায়হান। কিন্তু হিটের বাধাই পেরোতে পারেননি এই অ্যাথলেট। ৪০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে ছয়জনের মধ্যে সবার শেষে থেকে দৌড় শেষ করেছেন তিনি।
আল নসর থেকে দারুণ ছন্দ নিয়ে পর্তুগালের হয়ে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনালে পুরোটা সময় ছায়া হয়ে রইলেন সিআরসেভেন। দলেরও হলো তাই তিক্ত অভিজ্ঞতা। রাতে পার্কেন স্টেডিয়াম থেকে ১-০ গোলে হেরে ফিরছে তারা। প্রথম লেগে দারুণ জয়ে সেমিফাইনালের পথটা
দারুণ শুরু করা ব্রাজিল একটু পরই ঝিমিয়ে পড়ল। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরল কলম্বিয়া। রোমাঞ্চকর ম্যাচ যখন ড্রয়ের পথে, ঠিক তখনই ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ এক গোল। বিআরবি মানে গরিঞ্চা থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তারকাসমৃদ্ধ দল গড়েও পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলে গড়লেও তারা পিছিয়ে পড়েছে অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে।
ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের রেকর্ড মোটেও আশা জাগানিয়া নয়। ১৯৯৯ সালে মে মাসে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপের সেমিফাইনালে মতিউর মুন্নার ‘গোল্ডেন গোলে’ জেতার পর গত ২২ বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় যেন সোনার হরিণ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। দুটি অলিম্পিক সোনাজয়ী ৪১ বছর বয়সী সাবেক এই সাঁতারু আইওসিতে জার্মানির থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন বাখ। কভেন্ট্রি শুধু আইওসির প্রথম নারী
ব্যাটারদের জন্য আতঙ্ক ছিলেন ওয়াকার ইউনিস। গতির সঙ্গে সুইং, ইয়র্কারে ব্যাটারকে ভড়কে দিতে ছিলেন ওস্তাদ। কোচিং করানোর অভিজ্ঞতাও তাঁর রয়েছে। পাকিস্তানি এই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন উমর আকমল।
তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। অবসরের আগে বাংলাদেশের জার্সিতে খেলেছেন মনে রাখার মতো অসংখ্য ইনিংস। গড়েছেন অনেক রেকর্ড।
সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।