হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের চেয়ে বাংলাদেশের ডিপিএল কঠিন, বলছেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১৬: ১১
পারভেজ রসুলের চোখে আইপিএলের চেয়ে ডিপিএল কঠিন। ছবি: ক্রিকইনফো

অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন বলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থাকে অন্য রকম আবহ। কিন্তু ভারতের পারভেজ রসুলের আইপিএল নিয়ে কথাটা রীতিমতো চমক জাগানিয়া। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) এগিয়ে রাখছেন তিনি।

বাংলাদেশের ডিপিএলটা মূলত লিস্ট ‘এ’ ক্রিকেট। অন্যদিকে আইপিএল হয় টি-টোয়েন্টি সংস্করণে। এমনকি আইপিএলের জন্য আলাদা একটা স্লটও ভাগ করা থাকে। তখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কম থাকে। ভারতের পারভেজ আইপিএল, ডিপিএল দুই টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা রয়েছে। ইনস্টাগ্রামে কোনো এক অনুষ্ঠানে ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের ঢাকা লিগে পাঁচ বছর খেলেছি। ঢাকা লিগ আইপিএলের চেয়েও কঠিন। আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি আমি।’

দুই টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা থাকায় আইপিএলের সঙ্গে ওয়ানডে ভিত্তিক ডিপিএলের তুলনা পারভেজ করতে পেরেছেন সহজেই। কেন ডিপিএল কঠিন, সেই ব্যাখ্যায় ভারতীয় ক্রিকেটার বলেন,‘আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ এল কি এল না, সেটা বিবেচনা না করে চুক্তি করা হয়। একাদশে থাকা দলের ওপর নির্ভর করে। এক-দুই ম্যাচ খারাপ খেলে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে চাপ অনেক বেশি। কারণ, এখানে দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়। ভালো করলে টিকে যাবেন। তা না হলে ফেরার টিকিট ধরতে হবে।’

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের জার্সিতে কেবল ২ ম্যাচ খেলতে পেরেছেন পারভেজ। একটি করে ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। আইপিএলেও তেমন একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, পুনে ওয়ারিয়র্স-এই তিন দল মিলে ১১ ম্যাচ খেলেছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। ৮.২১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আইপিএলে দল না পাওয়ায় ডিপিএলে খেলা শুরু করেন পারভেজ। এখন পর্যন্ত গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রুপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৪ মৌসুম খেলেছেন ভারতীয় এই ক্রিকেটার।

পারভেজ ছাড়াও ডিপিএলে অনেক বিদেশি তারকা খেলেছেন। অরুণ লাল,ওয়াসিম জাফর, অজয় জাদেজা,অরবিন্দ ডি সিলভা, সনাথ জয়াসুরিয়া, ওয়াসিম আকরামের মতো তারকারাও খেলেছেন এক সময়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ, জানিয়ে দিলেন তামিম

ঢাকাকে জয়শূন্য রেখে জয়ের মুখ দেখল সিলেট

জিসানকে ‘চমকপ্রদ প্যাকেজ’ বললেন বিজয়

আবাহনীর চিন্তা বাড়াল কিংস