হোম > খেলা > ক্রিকেট

চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির

ক্রীড়া ডেস্ক    

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২২: ৫৯
বৃথা গেল ৩৩ বলে সাব্বির রহমানের অপরাজিত ৮২ রানের ইনিংস। ছবি: বিসিবি

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো ইনিংসই উপহার দিয়েছেন ঢাকা ক্যাপিটালের এই ব্যাটার। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা আর ৩ চারে। ইনিংসটির স্ট্রাইকরেট দাঁড়ায় ২৪৮.৪৮!

অনেক দিন পরই সাব্বিরের এমন রূপ দেখল দর্শকেরা। দেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। সেই টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন মাত্র ১৪ রান। ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বিরে সেরা ইনিংস ৮০ রানের। সেটাও ঠিক ৯ বছর আগে ২০১৬ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। যে ম্যাচে ৫৪ বলে ৮০ রান করেছিলেন সাব্বির। চার-ছক্কার ফরম্যাটে তাঁর নামের পাশে এমন ঝোড়ো ইনিংস আছে আরও চারটি—২০১৮ সালে ভারতের বিপক্ষে ৫০ বলে ৭৭ রান, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৫১, ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ২৬ বলে ৪৪ এবং একই বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৫ বলে ২৬ রান।

বিপিএল এলেই সাব্বির মাঝে মধ্যেই এমন ব্যাটিং ধামাকা দেখান। এর আগে ২০১৬ বিপিএলে মিরপুরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে একাই ৬১ বলে ১২২ রান করেন। এরপর ২০১৯ বিপিএলে সিলেটে রংপুরের বিপক্ষেও ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেদিন ওপেনিংয়ে নেমে ৫ চার ৬ ছক্কায় ৫১ বলে ৮৫ রান করেছিলেন এই হার্ড হিটার ব্যাটর। যদিও ম্যাচটি হেরে গিয়েছিলেন সাব্বিররা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আইপিএলের চেয়ে বাংলাদেশের ডিপিএল কঠিন, বলছেন ভারতীয় ক্রিকেটার

হেলসের দিকে তেড়ে যাওয়ার শাস্তি পেলেন তামিম

ব্রাজিলের সেই ফুটবলার কি দ্রুতই ফুরিয়ে গেলেন

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ