হোম > খেলা > ক্রিকেট

রানবন্যার টেস্ট ড্রয়ে শেষ, শহীদির নতুন কীর্তি

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ২১: ৫২
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ২১: ৫২
সেঞ্চুরিয়ন জাজাইকে অভিনন্দন জানাচ্ছেন শহীদি। ছবি: ফেসবুক

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে রান হলো ১৪২৭। তার মধ্যে আফগানিস্তান করেছে ৬৯৯, যা তাদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। এমন রানবন্যার ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তিন সেঞ্চুরির বিপরীতে আফগানিস্তানের দুই ডাবল ও এক সেঞ্চুরি। ড্রয়ের পথে হাঁটার ইঙ্গিত আগেই দিয়েছিল বক্সিং ডে’তে শুরু বুলাওয়ে টেস্ট। তবে বৃষ্টির কারণে সাময়িক বন্ধ থাকলেও কিছুটা হলেও রোমাঞ্চ ছড়িয়েছে দিনের শেষ দিকে।

দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ হলেও ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে স্বাগতিকেরা ৪ উইকেটে ১৪২ রান করতেই ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ারা। শন উইলিয়ামস ৩৫ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ২২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে নতুন রেকর্ড গড়েছেন হাশমতউল্লাহ শহীদি। ১৭৯ রানে দিন শুরু করে পেয়েছেন দ্বিতীয় দ্বিশতকের দেখা। আগের দিন ২৩৪ রানে ফেরা রহমত শাহ ভেঙে দিয়েছিলেন আফগানিস্তানের হয়ে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রানের রেকর্ডটি। একদিনের ব্যবধানে সেটি উদ্ধার করলেন শহীদি। ৪৭৪ বলে করেছেন ২৪৬ রান। প্রথম আফগান হিসেবে টেস্টে দুই ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়লেন তিনি। হয়েছেন ম্যাচসেরাও।

শহীদির সঙ্গে ৪৬ রান নিয়ে আজ দিন শুরু করা আফসার জাজাই পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১৩ রান করেছেন এই উইকেটরক্ষক। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ২১১ রানের জুটি। আফগানিস্তান শেষ দিনে ব্যাটিংয়ে নামে ৩ উইকেটে ৫১৫ রান নিয়ে। জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন স্পিনার ব্রায়ান বেনেট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চেন্নাইয়ের পরীক্ষাতেও ‘ফেল’ সাকিব

আফ্রিদি উর্দুতে বললেন, সিলেট জিন্দাবাদ

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের পিচকে কী রেটিং দিল আইসিসি

১২ বছরে এত নিচে নামেননি কোহলি