হোম > খেলা > ক্রিকেট

বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭: ২৪
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮: ০৯

১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তামিম ইকবাল। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন। রানও করছেন নিয়মিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফেরা নিয়ে ‘যদি-কিন্তু’ এখনো কাটছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অপেক্ষায় রেখেছেন এই বাঁহাতি ব্যাটার।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। তবে ১৫ সদস্যের প্রাথমিক তালিকা টুর্নামেন্টের ৮ দলকে আইসিসির কাছে জমা দিতে হবে ১২ জানুয়ারি। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গটা এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার সময়। কারণ, সিলেটে আজ বিসিবির নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠক হয়েছে তামিমের। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। কারণ, এই ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আরেকটু আলোচনা হতে পারত। তো সামনে আমাদের একটা বড় ইভেন্ট রয়েছে। আলোচনা হয়েছে। কোনো আলোচনাতেই কিন্তু সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না।একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, পরিবার , বন্ধুবান্ধব অনেক সময় কিংবা তার প্রিয় কোচ বা শুভাকাঙ্খীর সঙ্গে আলাপ আলোচনার ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু আলোচনা বা সময়ের ব্যাপার তো এসেই যায়।’

এবারের বিপিএলে তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। যেহেতু তামিম এখন বিপিএলে ব্যস্ত, তাই প্রাথমিক আলোচনা সেরে রেখেছেন বলে লিপু আজ সিলেটে জানিয়েছেন। গণমাধ্যমকে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আসলে আজ আমাদের নির্বাচকমণ্ডলীর একটা বৈঠক ছিল তামিম ইকবালের সঙ্গে। সেই বৈঠকটা সুন্দরভাবে, আন্তরিকভাবে হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কারণ, আমরা বিসিবির নির্বাচক হলেও সবাই তারকা ক্রিকেটার এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, জাতীয় ক্রিকেট, জাতীয় দল, বিপিএল সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমাদের যেহেতু ১২ জানুয়ারির মধ্যে দল দিতে হবে চ্যাম্পিয়নস ট্রফির, তার আগে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমার কাছে মনে হয়েছে সময় আছে। আমরাও সময় নিচ্ছি। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন। প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি।’

নির্বাচকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, সময়টা কি বিসিবি নাকি তামিমের পক্ষ থেকে চাওয়া হয়েছে। এমন প্রশ্নের উত্তরে লিপু সুনির্দিষ্টভাবে কিছু বলেননি ঠিকই। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সময়টা তামিমই চেয়েছেন। তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না চাইলেও বিসিবি নির্বাচকেরা তাঁকে চাইছেন। কারণ, তামিম এখনো অবসরের ঘোষণা দেননি। তাই বারবারই বিসিবি নির্বাচকেরা সুযোগ পেলেই আন্তর্জাতিক ক্রিকেট ফেরার তাড়না দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির

পাঁচ ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না শাকিব খানের ঢাকা

হারের পর কার সঙ্গে লেগে গেল তামিমের

পোস্ট ডিলিট করো, সমস্যা হবে—রোমাঞ্চকর ম্যাচ জিতে বরিশালকে রংপুর