হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রায় কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৩: ৩৫

কোটাবৈষম্য নিরসনের এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্লকেড কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুমিল্লা সদরের পুলিশ লাইনস থেকে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা করছেন কুবির শিক্ষার্থীরা। এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। 

আজ রোববার বেলা ১১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা পুলিশ লাইনসে জড়ো হয়ে সেখান থেকে যাত্রা শুরু করেন। এ সময় তাঁরা ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন। 

আন্দোলনের সমন্বয়কদের একজন বলেন, ‘আমরা সেদিন শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনে যাওয়ার সময় পুলিশ যে হামলা চালিয়েছে, এর বিচার এবং কোটা সংস্কারের দাবিতে কুমিল্লার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানোর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছি।’ 

এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গেছে।

চাঁদপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ৪৯ মামলায় ভুগছেন নিরীহরাও

কিস্তি আদায়ের টার্গেট পূরণে চাপ, মাঠকর্মীর আত্মহত্যার অভিযোগ

টেকনাফে সেনাবাহিনীর বিশেষ অভিযানের দাবিতে স্মারকলিপি প্রদান