চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কালির বাজারসংলগ্ন ধনাগোদা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বেলতলী ফাঁড়ির নৌ পুলিশ।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে দাউদকান্দি উপজেলার বাজার খোলার এক পথচারী শ্রী রায়েরচর ব্রিজ থেকে দেখেন নদীতে মরদেহ ভাসছে। তিনি বিষয়টি পুলিশকে অবহিত জানায়।
খবর পেয়ে মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিঠুন বালা, এএসআই মানিকসহ সঙ্গীয় ফোর্স টলারযোগে শ্রী রায়েরচর ব্রিজসংলগ্ন নদীতে মরদেহ খুঁজতে থাকে। পরে কালির বাজার লঞ্চঘাটের দক্ষিণে ধনাগোদা নদীর মাঝখানে থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি ২৪ থেকে ২৫ বয়সী যুবকের। শরীরে পচন ধরেছে। এখন পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মুজাম্মেল হক বলেন, এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।