হোম > সারা দেশ > ঢাকা

বন্ধুর বাড়ির ভেতর অটোরিকশা, আঙিনায় মাটিচাপা লাশ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ১৪
মাটিচাপা দেওয়া হালিম শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ, ইনসেটে হালিম শেখ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধারের পরদিন মাটিচাপা অবস্থায় হালিম শেখ (২৫) নামের আরেক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের চুনাঘাটা মডেল টাউন এলাকায় নিহত ব্যক্তির বন্ধুর বাড়ির আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ হালিম শেখের বন্ধু রনি মোল্যার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রনি মোল্যা মাত্র দেড় মাস আগে এই বাড়িতে ভাড়ায় ওঠেন। তিনি নরসিংদী জেলার রায়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে।

নিহত হালিম শেখ ফরিদপুর শহরের আলিপুর এলাকার মৃত আব্দুর রউফ শেখের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মেজ হালিম। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

নিহত হালিমের বড় বোন সাথী আক্তার ও স্বজনেরা জানান, গত ৩১ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন হালিম শেখ। এর পর থেকে হালিম নিখোঁজ হলে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের দিন রনি মোল্যার সঙ্গে হালিমকে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের সন্দেহের একপর্যায়ে রনির বাড়িতে এলে ভেতর থেকে গেট বন্ধ দেখতে পান।

বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হালিমের অটোরিকশাটি শনাক্ত করেন এর মালিক নূর ইসলাম। পরে ওই ঘরের পেছনে বালুমাটি দিয়ে কিছু ঢেকে রাখা দেখতে পেলে থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ এসে বেলা ১টা ৩০ মিনিটের দিকে পুঁতে রাখা লাশটি উদ্ধার করে।

অটোরিকশার মালিক নূর ইসলাম বলেন, ‘হালিম গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আমাকে ফোনে জানায়, আজ গ্যারেজে যাব না, এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি, আগামীকাল ফিরব।’ এরপর হালিম ফিরে না আসায় খুঁজতে শুরু করি। একপর্যায়ে জানতে পারি, হালিমের বন্ধু রনি মোল্যা তাকে নিয়ে যায়। পরে রনির বাড়িতে এসে লাশ পেলাম।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, ‘আমরা জিডি মারফত জানতে পেরেছি, অটোরিকশাচালক হালিম ও রনি ৩১ ডিসেম্বর একসঙ্গে ওয়াজ শুনেছে। এরপর একই সঙ্গে তারা সেখান থেকে অটোরিকশায় চলে আসে। এরপর হালিমের স্বজনদের সন্দেহ হলে আজ সকালে এই বাড়িতে এসে অটোরিকশা দেখতে পায়। এ সময় রনিকে না পেয়ে তাঁদের সন্দেহ হয় এবং বাড়ির ভেতরে আলগা মাটি দেখতে পেয়ে আমাদের জানায়। পরে হালিমের লাশটি উদ্ধার করি। লাশটির ঘাড়ে কোপ রয়েছে। সম্ভবত তাকে কুপিয়ে এখানে পুঁতে রাখা হয়।’

মাটিচাপা দেওয়া হালিম শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

আব্দুল জলিল আরও বলেন, ‘আমরা শিগগির রনিকে আইনের আওতায় নিয়ে আসব। এ ছাড়া রনির স্ত্রীকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার ১৩ বছরের কিশোর হুসাইন ব্যাপারীর লাশ বাগান থেকে উদ্ধার করা হয়। এক সপ্তাহ আগে মারা যান তার বাবা খোকা ব্যাপারী। এরপর সে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরে। কিশোরের লাশ উদ্ধারের এক দিন পর আজ আরেক ব্যাটারিচালিত অটোচালকের লাশ পাওয়া গেল।

ইয়াবার মামলায় সৌদিপ্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড

পূর্বাচলে স্কুলের সামনে নারীর গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল রক্তমাখা ছুরি

কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানে সমান সুযোগসহ ৯ দাবি সাদপন্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

দ্বিতীয় দিনের মতো অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান, চাকরি ফিরে পাওয়ার আশ্বাস