হোম > সারা দেশ > ঢাকা

পূর্বাচলে স্কুলের সামনে নারীর গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল রক্তমাখা ছুরি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬: ১৪
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬: ১৪
পূর্বাচল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলে সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রানী (২৯)। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মোহাম্মদ কাশেমের মেয়ে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার পরিদর্শক লিয়াকত আলী বলেন, সকালে স্থানীয়রা সড়কের পাশে এক নারীর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

লাশের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গত রাতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর তাঁর লাশ ফেলে গেছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম চলমান। মরদেহের পাশ থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত

‘পানি পানি করে অনেকবার চিল্লাইছিল ফেলানী, পরোয়া করেনি বিএসএফ’

পিএসসিতে নাশকতাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

খালেদা জিয়ার চিকিৎসা যাত্রা, বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার