Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দ্বিতীয় দিনের মতো অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান, চাকরি ফিরে পাওয়ার আশ্বাস

অনলাইন ডেস্ক

দ্বিতীয় দিনের মতো অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান, চাকরি ফিরে পাওয়ার আশ্বাস
৪০তম ব্যাচের এসআইরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে অবস্থার। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের ক্যাডেট সাব-ইন্সপেক্টর বা এসআইরা। পরে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করে চাকরি ফিরে পাওয়ার আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরতদের প্রতিনিধিরা।

আজ সোমবার সকালে প্রথমে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হলেও পরবর্তী সময় সচিবালয়ের উল্টো দিকের সড়কে অবস্থান নেন তাঁরা। গতকাল রোববারও একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আজ অবস্থান কর্মসূচির পালনকালে তাঁদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করতে যান। তাঁদের মধ্যে মুনমুন আখতার ও রাফি মিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সম্প্রতি রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা ৩২১ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন—শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাঁদের বিরুদ্ধে তোলা হয়েছে, সেটা সঠিক ছিল না।

৪০তম ব্যাচের এসআইরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে অবস্থার। ছবি: আজকের পত্রিকা
৪০তম ব্যাচের এসআইরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে অবস্থার। ছবি: আজকের পত্রিকা

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে তাঁরা বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের এ চাকরি পেয়েছেন তাঁরা। পুরো প্রশিক্ষণের সময় তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ না থাকলেও শেষ সময় ঠুনকো অভিযোগে তাঁদের বাদ দেওয়া হয়। দাবি নিয়ে আন্দোলনরতদের তিন প্রতিনিধি সচিবালয়ে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করেছেন। সচিব তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন। এ ক্ষেত্রে এই ব্যাচের ৯ জানুয়ারির পাসিং আউট প্যারেড পেছানো হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

শিশুটি অবক্ষয় আর বিচারহীনতার বলি

ধর্ষণের প্রতিবাদে ৫ দফা দাবিতে শামছুন নাহার হলের সাবেক ভিপির লাগাতার অবস্থান

আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুমার পর

নিষিদ্ধ ৯ হিযবুত কর্মী রিমান্ডে, কারাগারে ১৩

ঢাবিতে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল

সিদ্ধিরগঞ্জে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে অগ্নিকাণ্ড

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

পদ্মায় বাল্কহেডডুবি: ১৩০ ফুট পানির নিচ থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার