নড়াইল শহর অংশের মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছেন আউড়িয়ার সাধারণ মানুষ।
গত বুধবার বিকেলে আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলামের উদ্যোগ এই আনন্দ মিছিল বের করা হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেওয়া হয়।
মিছিলটি সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার বাড়ি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের শেখ রাসেল সেতু এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। এ সময় চার লেন প্রকল্প একনেকে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আহাদুজ্জামান সোহাগ, সদস্য মো. তানভীর হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান বাপ্পি, ছাত্র নেতা মো. সোহান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কাজী মনিরুল ইসলাম প্রমুখ।