সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

  • ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্পে বরাদ্দ ৫৬২ কোটি।
  • কাজ পেয়েছে বিশ্বাস বিল্ডার্স, খুলনা শিপ ইয়ার্ড, ই ইন্জিনিয়ার্স ও এম এম কনস্ট্রাকশন।
  • পাউবোর সঙ্গে চুক্তির পরও কাজ শুরু করেনি তারা।
 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯: ৫৮
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৯: ৫৮
ছবি: সংগৃহীত

ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পাউবো সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর একনেকে সন্দ্বীপ ব্লক বেড়িবাঁধ প্রকল্পের জন্য ৫৬২ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী ২০২৩ সালের ১৫ অক্টোবর পাঁচটি প্যাকেজ করে দরপত্র আহ্বান করা হয়। এতে কাজ পায় বিশ্বাস বিল্ডার্স, ই ইন্জিনিয়ার্স, এম এম কনস্ট্রাকশন ও খুলনা শিপ ইয়ার্ড। এর মধ্যে ২৬০ কোটি টাকার কাজ পায় বিশ্বাস বিল্ডার্স। গত ১৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির সঙ্গে পাউবোর চুক্তি সম্পাদন হয়। চুক্তি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করার কথা; কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও কাজে হাত দিতে পারেনি প্রতিষ্ঠানটি। যথাসময়ে কাজ বাস্তবায়ন করতে বিশ্বাস বিল্ডার্সকে গত ২০ অক্টোবর তাগাদা নোটিশ দেয় পাউবো। এতেও কোনো কাজ হয়নি।

সন্দ্বীপ ব্লক বেড়িবাঁধ প্রকল্পের চারটি প্যাকেজে মোট ১১১ কোটি ৭৭ লাখ টাকার কাজ পায় ই ইন্জিনিয়ার্স। এ ছাড়া খুলনা শিপ ইয়ার্ড ৮৬ কোটি ৬৯ লাখ এবং এম এম কনস্ট্রাকশন ৫৫ কোটি ৮৮ লাখ টাকার কাজ পেয়েছে। এসব প্রতিষ্ঠানও পাউবোর সঙ্গে চুক্তি করেছে। তবে তারাও চুক্তি অনুযায়ী যথাসময়ে কাজ শুরু করেনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাজের সবশেষ অবস্থা দেখতে সাম্প্রতিক সময়ে একাধিকবার সন্দ্বীপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম পওর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ। তিনি বলেন, ‘আমরা প্রকল্পের কাজ শুরু করার জন্য প্রতিটি কোম্পানির সঙ্গে বারবার যোগাযোগ করছি। ইতিমধ্যে চার কোম্পানিকে নোটিশ দিয়েছি। কয়েকদিন আগেও আমি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি।’

চুক্তি করার পরও কাজ শুরু না করা প্রসঙ্গে বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপক ফিরোজুর রহমান বলেন, ‘আমরা সন্দ্বীপে আগেও অন্য প্রকল্পের কাজ করেছি। এরপর আমাদের মালপত্র ওখানেই রয়েছে। বেড়িবাঁধে ব্লক বসানোর জন্য প্রাথমিক কিছু কাজ করতে হয়। আমরা ওগুলো করছি। তা ছাড়া দীর্ঘদিন বর্ষাকাল ছিল। এখন বর্ষাকাল শেষ হয়েছে। সুতরাং কাজ শুরু হবে।’

সন্দ্বীপের বাসিন্দা ফোরকান উদ্দিন রিজভী বলেন, ‘কোনো প্রতিষ্ঠানই কাজ শুরু করেনি। আমরা তাদের কোনো কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না। এরই মধ্যে পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ অন কর্মকর্তারা সন্দ্বীপে কয়েকবার এসেছেন। তাঁরা নিয়মিত তাগাদা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। যে কারণে প্রায় ৪ লাখ সন্দ্বীপবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ই ইন্জিনিয়ার্সের কর্মকর্তা মো. মাসুদ বলেন, ‘আমি এত দিন দেশের বাইরে ছিলাম। তাই আমার কাছে বিষয়টির আপডেট কোনো তথ্য নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত