হোম > ছাপা সংস্করণ

দশমীতে টিভি অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ১০: ৫৮
আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ১০: ৫৮

আজ বিজয়া দশমী। দেবী বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। বিজয়া দশমী উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো আজ প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। 

বিটিভি
ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। নাচ, গান, সেলিব্রিটি আড্ডা, ফ্যাশন শো ও তথ্যচিত্র দিয়ে সাজানো অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার। জগদীশ এষের পরিকল্পনায় এটি গ্রন্থনা করেছেন সুমন সাহা। উপস্থাপনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। প্রচার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর। রাত ৯টায় রয়েছে ‘এসো শারদ উৎসবে’। গ্রন্থনা শ্যামল দত্ত, প্রযোজনা মো. তারিকুজ্জামান।

চ্যানেল আই
দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আই প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া’। পরিচালনায় কাজল ঘোষ, উপস্থাপনায় ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

এনটিভি
সকাল ৬টা ৫৫ মিনিটে রয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘শরতের অতিথি’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবলীনা সুর। অংশ নিয়েছেন নকুল কুমার বিশ্বাস, রত্না ঘোষ, মঞ্জু সাহা, অধ্যাপক সৌমিত্র শেখর ও নিরঞ্জন অধিকারী। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘শারদ প্রাতে’। রচনা ফারিয়া হোসেন, পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে নাঈম, তটিনি ও মিলি বাশার।

আরটিভি
রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে নাটক ‘প্রতিবেশিনী’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে ইয়াশ রোহান, সাফা কবির, শিরিন আলম প্রমুখ।

বাংলাভিশন
বিকেল ৫টা ১০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় দুর্গা’। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার ও রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুর। সঞ্চালনা করেছেন সুস্মিতা সাহা।

মাছরাঙা টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘আনন্দধাম’। রচনা মাসুম শাহরীয়ার, পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আরশ খান, চমক, আবুল হায়াত, মিলি বাশার প্রমুখ। 

দীপ্ত টিভি
বিকেল ৪টায় বিশেষ অনুষ্ঠান ‘গৌরী এলো’। দুর্গাপূজার ইতিহাস সম্পর্কে জানা যাবে অনুষ্ঠানটিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি