শাওন রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালায়। এ কাজের আড়ালে সে খুঁজে বেড়ায় একজন মনের মানুষ। এভাবে শাওন প্রথমে প্রেমে পড়ে শম্পার। এরপর যথাক্রমে রিভি ও টুইয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়।
তবে তিনটি সম্পর্কই তুচ্ছ কারণে ভেঙে গেলে শাওন নিজেও মানসিকভাবে বিপন্ন হয়ে পড়ে। এমন গল্প নিয়ে মেহেদী রনি বানিয়েছেন নাটক ‘অপশন বি’, লিখেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন জোভান, সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি। সিএমভির ইউটিউব চ্যানেলে শিগগিরই উন্মুক্ত হবে নাটকটি।