২০০ পর্ব পার করল মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’। গতকাল প্রচারিত হয়েছে ধারাবাহিকটির ২০০তম পর্ব। আজ প্রচার হবে ২০১তম পর্ব। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক প্রমুখ।