২০১৯ সালে প্রচার শুরু হয়েছিল ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। জনপ্রিয়তার কারণে একে একে তৈরি হয়েছে আরও তিনটি সিজন। ২৪ ডিসেম্বর প্রচার হবে সিজন-৪-এর শেষ পর্ব। ১১৭ পর্বের মধ্য দিয়ে শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৪।
গুঞ্জন ছড়িয়েছে সিজন-৪ দিয়েই শেষ হচ্ছে কাজল আরেফিন অমির নির্মিত ধারাবাহিকটি। তবে নির্মাতা বা অভিনেতাদের কেউ বিষয়টি নিশ্চিত করেননি। দর্শক চাহিদার বিবেচনায় নির্মাণ হতে পারে সিজন-৫। অভিনয়ে মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ, চাষী আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ প্রমুখ।