চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম সংস্করণ। বিপিএল দিয়ে ব্যস্ততম ২০২৫ সাল শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। আগামী ৭ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হতেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ছুটতে হবে শান্ত-মিরাজদের।
এই বছর কোনো মাসেই ডিউটি ছাড়া থাকছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলেই ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। মে মাসে আবার ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা।
জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। এ সফরে ২ টেস্ট,৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দল দুটি। এই সিরিজ শেষ হতেই আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। ৩ ম্যাচের ওয়ানডে, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে আবার ভারতে যাবে বাংলাদেশ।
অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবীয়দের সঙ্গে মেহেদী হাসান মিরাজরা খেলবেন ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। নভেম্বর-ডিসেম্বরে নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের বছর। আইরিশদের বিপক্ষে ২ টেস্ট,৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ২০২৪ সালে বাংলাদেশ দলের ফল হয়ে ভালো-মন্দ মিশ্র। নতুন বছরে ভালো কিছুর প্রত্যাশা তাঁরা। এ বছর মেয়েদের ক্রিকেটে সুযোগ-সুবিধা বাড়ানো এবং হোম সিরিজগুলো আরও আধুনিক করার লক্ষ্য তাঁর। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এ সব কথা বলেছেন তিনি।
একনজরে ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সূচি
ফেব্রুয়ারি-মার্চ
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ওয়ানডে সংস্করণ) পাকিস্তান
মার্চ-এপ্রিল
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
মে
বাংলাদেশের পাকিস্তান সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন-জুলাই
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট
ভারতের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
সেপ্টেম্বর
এশিয়া কাপ (টি-টোয়েন্টি সংস্করণ), ভারত
অক্টোবর
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
নভেম্বর-ডিসেম্বর
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি