অফফর্মের বৃত্ত থেকে বেরিয়ে আসা বাবর আজম রান করছেন নিয়মিত। দক্ষিণ আফ্রিকা সফরে সময়টা ভালোই যাচ্ছে তাঁর। এই ভালো সময়ের মাঝে তাঁর হঠাৎ মেজাজ বিগড়ে গেল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বাবরের।
কেপটাউনে চলছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুলডারের সঙ্গে বাবরের তর্কযুদ্ধ হয়েছে গতকাল তৃতীয় দিনে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩২তম ওভারের চতুর্থ বলে মুলডারকে স্ট্রেট ড্রাইভ করেন বাবর। মুলডার বলটা ধরে সঙ্গে সঙ্গে থ্রো করলে সেটা বাবরের পায়ে সজোরে আঘাত করে। স্টাম্প মাইকে প্রোটিয়া পেসারকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘তুমি দাগ থেকে বাইরে চলে এসেছিলে।’
Fight moment between Babar Azam and Wiaan Mulder. 🥵
— Ahtasham Riaz (@ahtashamriaz22) January 5, 2025
Wiaan Mulder unnecessary throws the ball at Babar Azam & showing him verbal aggression. #BabarAzam𓃵 #PAKvsSA #SAvPAK pic.twitter.com/PZnPNTWELZ
মুলডারের বল থেকে বাবর কোনো রান নেননি। এরপর বাবর কথা বলেন এইডেন মার্করামের সঙ্গে। মার্করাম হয়তো বলেছেন, ‘যা হওয়ার হয়ে গেছে।’ তবে প্রোটিয়া ব্যাটারের কথায় যে বাবর সন্তুষ্ট হতে পারেননি, সেটা তাঁর (বাবর) অভিব্যক্তিই বলে দিচ্ছিল। আম্পায়ারকেও কিছুটা একটা বলতে দেখা গেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে।
দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৬১৫ রানে অলআউট হয়েছে। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে ১৯৪ রানে অলআউট হয়েছে। ফলোঅনে নেমে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয় দারুণ।
বাবর ও শান মাসুদ উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ২৮৮ বলে ২০৫ রান। তবে বাবর তাঁর টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি মিস করেছেন ১৯ রানের জন্য। ১২৪ বলে ১০ চারে ৮১ রান করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১৩ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করবে পাকিস্তান। এখনো সফরকারীরা ২০৮ রানে পিছিয়ে।