ভোর বা প্রভাতে উদ্বোধনী গান গেয়ে জনগণকে জাগানোর নামই প্রভাতফেরি। এটি প্রভাতফেরির আভিধানিক সংজ্ঞা। মূলত ২১ ফেব্রুয়ারি ভোরে গান গেয়ে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে যাত্রা, সেটিই আমাদের জন্য প্রভাতফেরি। ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি কাকডাকা ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রীরা অংশ নিয়েছিল প্রভাতফেরিতে। এটি সেই মুহূর্তের একটি ছবি। আজকাল ভোরের আলো ফোটার অনেক আগে, রাত ১২টা বাজলেই ভাষাশহীদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শহীদ মিনারমুখী হয় জনতা। কেউ আর কষ্ট করে ভোরের অপেক্ষা করে না অন্য কাউকে জাগাতে।
ছবি: অধ্যাপক রফিকুল ইসলাম