এত জোরে এবং এমন অভদ্র ভাষায় ভদ্রলোক ধমক দিলেন তাঁর স্ত্রীকে যে ঘরের নানান কোণের আলাপের গুঞ্জন সঙ্গে সঙ্গে হঠাৎ করেই থেমে গেল। অদ্ভুত এক স্তব্ধতা নেমে এল সারা ঘরে। আমরা হতবাক—নিজেদের কানকেই কেউ আমরা বিশ্বাস করতে পারছিলাম না।
আমেরিকায় নির্বাচন, আর এশিয়াজুড়ে সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরবর্তী মার্কিন প্রশাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক বিশেষজ্ঞ ধারণা করেন, কমলা হ্যারিস বর্তমান বাইডেন সরকারের একটি ধারাবাহিকতা হবেন। আর ট্রাম্প ২.০ হবেন ট্রাম্প ১.০-এর মতোই।
যে মানুষটি মারা গেলেন তাঁর মৃত্যু নিয়ে আমাদের কূট তর্ক-বিতর্কের কোনো শেষ নেই। মারা যাওয়াটা সত্য না মিথ্যা, কে মেরেছে, কীভাবে মেরেছে, যেভাবে মারা হয়েছে বলা হচ্ছে সেটা কি সত্য নাকি অন্যভাবে মারা হয়েছে—এতসব কিছুর মধ্যে সবার ওপরের সত্য হচ্ছে তিনি নেই।
অন্তর্বর্তী সরকার যে দূষণমুক্ত পরিবেশ গড়তে নিয়মিত কাজ করে যাচ্ছে, তা নিশ্চয়ই কেউ অস্বীকার করবেন না। বিশেষ করে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার বন্ধ করতে যে তৎপরতা দেখা যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
গত মাসের তৃতীয় সপ্তাহে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি ছিল ২৪ অক্টোবরের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। সরকার এক দিন আগে, ২৩ তারিখেই নিষিদ্ধ করে দিয়েছে। এক ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের এই ছাত্রসংগঠনটিকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শেখ হাসিনা সরকার নিজেদের যেমন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বলে দাবি করত তা যে কত অসাড় ছিল, সেটা আমরা ১৫ বছরের শাসনামলে হাড়ে হাড়ে টের পেয়েছি। শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে বারবার হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী মাধ্যমিকের পাঠ্যসূচিতে ব্যাপক রদবদল ঘটিয়ে অসাম্প্রদায়িক রচনা বাতিল করেছিল। বাতিল করেছিল পাঠ্যসূ
দেশের অর্থনীতির শিক্ষার্থী, শিক্ষক, ব্যাংকার ও অর্থনীতিবিদদের নিয়ে গড়া সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এই সংগঠনটির অনেক সুনাম আছে। শীর্ষস্থানীয় অর্থনীতিবিদেরা এই সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর এই সংগঠনটিও দখল হয়ে গেছে। ‘বৈষম্যবিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতি’র ব্যানার
এমনিতেই ঢাকা শহরে প্রয়োজনের তুলনায় যথেষ্ট খেলার মাঠ নেই। যেসব খেলার মাঠ আছে, তার অনেকগুলো বিভিন্ন অজুহাতে দখল করা হয়েছে। এ নিয়ে রোববার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠে ওয়াসার পানির পাম্পস্টেশন বসানোর কারণে মাঠগুলো সংকুচিত হয়ে পড়েছে।
এই নিবন্ধ প্রকাশের পরদিন ৫ নভেম্বর হাসিনা সরকারের পতনের তিন মাস পূর্ণ হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ঘিরে এমন একটা বলদর্পী সরকারের পতনই ঘটে যাবে, সেটা সত্যি বলতে কেউ বিশ্বাস করেনি। আন্দোলনে নেতৃত্বদানকারীরাও নন। তাঁরা পদত্যাগের ‘এক দফা দাবি’ ঘোষণা করেছিলেন সরকার পতনের মাত্র দুই দিন আগে, ৩ আ
আমাদের দেশে মা হওয়াটা খুব ডিপ্রেসিভ একটা ব্যাপার। বাক্য়টাকে আরেকটু সহজ করে বললে, আমরা নতুন মাকে বিষণ্ন করে তুলি। প্রথমত ভাবি, যেহেতু সে প্রথমবার মা হয়েছে, সেহেতু সে কিছুই জানে না; দ্বিতীয়ত, যেহেতু সে মা, সেহেতু তারই উচিত সব জানা, সব সামলে নেওয়া। এ দুই ভাবনার সংমিশ্রণ বড় ভয়াবহ।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে একটি বহুল আলোচিত শব্দ হলো ‘গ্রাফিতি’। কমবেশি আমরা সবাই শব্দটির সঙ্গে পরিচিত। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, বাইরের যেকোনো ধরনের আঁকাআঁকিকেই কি আমরা গ্রাফিতি বলব
দেশে অপরাধপ্রবণতার ধরন ও কারণ যেমন দিনে দিনে বাড়ছে, তেমনি অপরাধীদের প্রতি আচার-আচরণেও নিষ্ঠুরতার মাত্রা বাড়ছে। মানুষের মধ্যে একদিকে অসততা বাড়ছে, অন্যদিকে দয়ামায়া কমছে।
জুলাই বিপ্লবের নির্দিষ্ট লক্ষ্যগুলো হলো—কোটা সংস্কার, বৈষম্য দূর, স্বৈরাচারের পতন, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ইত্যাদি। স্বৈরাচারের পতন ঘটেছে, কোটা সংস্কারও ঘটেছে। এই গণ-অভ্যুত্থানে ১৫ শতাধিক ছাত্র-জনতা প্রাণ হারিয়েছে। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং অঙ্গহানি ঘটেছে অনেকের।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ নিয়ে গরম হয়ে ওঠা রাজনৈতিক মাঠ আপাতত কিছুটা ঠান্ডা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনীত এই রাষ্ট্রপতিকে ঘিরে দেশে যে নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছিল, তা দূর হয়েছে।
বিশ্ব ওয়ান হেলথ দিবস
প্রতিবছর ৩ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে’, যার মূল উদ্দেশ্য মানুষ, প্রাণী এবং পরিবেশের মধ্যে সুস্থতার গভীর সম্পর্ককে তুলে ধরা। এবারের প্রতিপাদ্য ‘দ্য নিড ফর ওয়ান হেলথ অ্যাপরোচ টু অ্যাড্রেস শেয়ারড হেলথ থ্রেটস অ্যাট দ্য হিউম্যান-অ্যানিমেল-এনভায়রনমেন্ট
সাধারণভাবে অনেকের মধ্যে এমন একটি ধারণা চালু আছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিঃশর্ত সমর্থন জুগিয়ে যাচ্ছে।
কোথায় ৩০০ কোটি আর কোথায় ১৮ কোটি
গত জুলাইয়ের গণ-আন্দোলনের সময় ১৭ জুলাই ব্যাপক ভাঙচুরের শিকার মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি মেরামতের পর ১৫ অক্টোবর আবার খুলে দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিধ্বস্ত স্টেশনটি সরেজমিনে পরিদর্শন করেছিলেন। তাঁর সামনেই মেট্রোরেলের তখনকার ব্যবস্থাপনা পরিচালক মিডিয়াকে জানিয়েছিলেন, ব্যাপক ভাঙ