Ajker Patrika
হোম > আড্ডা

আজকের পত্রিকার ‘পাঠকবন্ধু’র যাত্রা শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজকের পত্রিকার ‘পাঠকবন্ধু’র যাত্রা শুরু 

লোগো উন্মোচনের মধ্য দিয়ে আজকের পত্রিকার পাঠক ও বন্ধুদের সংগঠন ‘পাঠকবন্ধু’র যাত্রা শুরু হলো। 

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার প্রধান কার্যালয়ের সভাকক্ষে সম্পাদক ড. মো. গোলাম রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেক কেটে লোগো উন্মোচন করেন। 

ড. মো. গোলাম রহমান বলেন, ‘পাঠকবন্ধুর সঙ্গে যারা জড়িত, তারা যেন তাঁদের এলাকায়, পরিবারে এবং প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু করেন। এই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি থাকলে সমাজ তথা দেশ এগিয়ে যাবে। আজকের পত্রিকা আপনাদের সঙ্গে আছে। আপনারও আজকের পত্রিকার সঙ্গে থাকবেন।’ 

কামরুল হাসান বলেন, ‘ভালো কাজ করার মানুষের অভাব নেই, শুধু দরকার তাঁদের সংগঠিত করা। আমরা এই সংগঠনের মাধ্যমে তাঁদের সংগঠিত করতে চাই।’ 
 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির মো. খশরু আহসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নাবিলা শাহবাজি দিয়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন ও নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সাবরিন সুলতানা উর্বরা বক্তব্য রাখেন। 

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থী, কিশোর, তরুণ-যুবাদের ঐক্যবদ্ধ করে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় আজকের পত্রিকা। এই স্বপ্নকে ধারণ করেই ‘পাঠকবন্ধু’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি সমাজ তথা দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করবে। লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজকের পত্রিকার সহসম্পাদক আব্দুর রাজ্জাক খান। এ ছাড়া রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।

আমলাতান্ত্রিক জটিলতায় ১৮ বছর বিমানবন্দরে

কানাডায় বৈরী আবহাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির ঈদ উদ্‌যাপন

মৃত্যুদণ্ড বিলোপ চাওয়া ব্যক্তিটিই কেন গিলোটিন উদ্ভাবন করলেন

রাষ্ট্রের পরিস্থিতি

বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শব্দ ‘ok’, শুরুতে যেটির অর্থ ‘ওকে’ ছিল না

দুর্বোধ্য

মুক্তিযুদ্ধের চেতনা ও সাংবাদিকতা

২০০ বছর আগে ব্রিটিশ জাহাজে বাংলাদেশি লস্করদের জীবন কেমন ছিল

শুধু বঙ্গবন্ধুই নির্দেশ জারি করবেন

জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই