১৯৭১ সালের ১৫ মার্চ সারা বাংলাদেশে নানাভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে। এ দিন স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে নতুন সামরিক বিধি জারির প্রতিবাদে বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক অবিলম্বে সামরিক আইন প্রত্যাহারের দাবির মুখে নতুন করে জারিকৃত ১১৫ নং সামরিক বিধি প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে কেবল বাংলার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কোনো নির্দেশ জারি করতে পারেন এবং বাংলার জনগণ সেই বিধি মেনে নেবেন।
এ দিন সন্ধ্যায় বিক্ষুব্ধ শিল্পী সমাজের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক দেশাত্মবোধক ও গণসংগীতের আয়োজন করা হয়। ঢাকা বেতার ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পীরা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে খোলা ট্রাকে শহরের বিভিন্ন এলাকায় গণসংগীত ও গণনাট্য স্কোয়াড বের হয়।
ছবি: ১৯৭১ সালের ১৬ মার্চ ইত্তেফাকে প্রকাশিত