১৯৫২ সাল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ২৬ জানুয়ারি পল্টনের এক জনসভায় চার বছর আগে জিন্নাহর দেওয়া ঘোষণার পুনরাবৃত্তি করলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।’ ৩ ফেব্রুয়ারি আবারও তিনি এক সংবাদ সম্মেলনে নিজেকে ‘জিন্নাহর নীতিতে বিশ্বাসী’ বলে দাবি করলেন। বাংলার লোকেরা বলবে উর্দু? না, তা হয় না। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পরদিন ৪ ফেব্রুয়ারিকে প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা করে। সেদিন ঢাকায় ব্যাপক ছাত্র বিক্ষোভ, শোভাযাত্রা, ধর্মঘট পালন করা হয়। এই ছবিটি সেদিনের, ঢাকার নবাবপুর রোডে ছাত্রীদের শোভাযাত্রার একাংশ।
ছবি: অধ্যাপক রফিকুল ইসলাম