হোম > বিশ্লেষণ

গুজরাট নির্বাচনে আম আদমি থাকছে কি

আজকের পত্রিকা ডেস্ক

ভারতের আম আদমি পার্টি (এএপি) গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলের পক্ষ হয়ে কাজ করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করেছে। তাই রাজ্যটির আগামী ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে দলটিকে লড়াইয়ের অনুমতি না দিতে গত বৃহস্পতিবার স্থানীয় নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি লিখেছেন ৫৬ জন সাবেক আমলা ও কূটনীতিক।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চিঠিতে বলা হয়েছে, ‘গুজরাটের রাজকোট শহরে এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৩ সেপ্টেম্বর এক সমাবেশে আসন্ন নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজের দলের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। বক্তৃতায় একাধিকবার তিনি এ আহ্বান জানান। সুনির্দিষ্টভাবে তিনি পুলিশ, বাসার পাহারাদার এবং অঙ্গনওয়ারি কর্মীদের (চাইল্ড কেয়ার কর্মী) এএপিকে জয়যুক্ত করার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। এটা সংবিধানের লঙ্ঘন। তাই আগামী নির্বাচনে আমরা দলটিকে নির্বাচনের বাইরে রাখার আহ্বান জানাচ্ছি।’

ইসির কাছে লেখা চিঠিতে যাঁরা সই করেছেন তাঁদের মধ্যে ভারতের প্রশাসনিক সার্ভিসের সাবেক কর্মকর্তা এম মদন গোপাল, আনন্দ বোস, আরডি কাপুর, সুভাষ চন্দ্র, কে শ্রীধর রাও, সিএস খয়েরওয়াল এবং প্রাক্তন কূটনীতিক নিরঞ্জন দেশাই অন্যতম।

এএপির বিরুদ্ধে এসব সাবেক আমলা ও কূটনীতিকের অভিযোগ, দলটি আমলাতন্ত্রের মধ্যে রাজনীতিকে টেনে আনার চেষ্টা করছে, নষ্ট করছে আমলাতন্ত্রের নিরপেক্ষতা। এ ধরনের চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাঁরা লিখেছেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই, আমলাতন্ত্র কোনো দলের হয়ে কাজ করবে না। আমলারা সরকার ও জনগণের স্বার্থ দেখবেন। সংসদে পাস হওয়া নীতি বাস্তবায়ন করবেন। ৩ সেপ্টেম্বরের ভাষণে কেজরিওয়ালের আহ্বান রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট ১৯৫১-এর বিরোধী।’

দিল্লিতে এএপি ক্ষমতায় রয়েছে প্রায় এক দশক। সম্প্রতি পাঞ্জাবেও দলটি সরকার গঠন করেছে। এবার বিজেপির ঘাঁটি গুজরাট রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় দলটি।

গুজরাটে এক সময় কংগ্রেস শক্তিশালী থাকলেও সেখানে দলটির বর্তমান অবস্থান দুর্বল। এ সুযোগে ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে সেখানে সরকার গঠন করতে না পারলেও প্রধান বিরোধী দল হতে চায় এএপি। এ জন্য সম্প্রতি সেখানে বেশ কয়েকটি সমাবেশে অংশ নিয়েছেন কেজরিওয়াল।

হাসিনা পরবর্তী বাংলাদেশের ঘনিষ্ঠ পাকিস্তান, সম্পর্কের রসদ ভারতবিরোধিতা

বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে মার্কিন ‘দুমুখো নীতি’ শোধরাবেন কি ট্রাম্প

দিনে শান্তির কথা রাতে গাজায় হামলা, ইসরায়েল কি আদৌ যুদ্ধবিরতি চায়

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন: সংকটে রোগী আর শিক্ষার্থীরা

বুলডোজার যেভাবে মোদির ভারতের প্রতীক হয়ে উঠল

ঢাকা-দিল্লি সম্পর্ক কি তবে ভারত-পাকিস্তান সম্পর্কে মোড় নেবে

আফগানিস্তানের তালেবান সরকারকে হঠাৎ কেন এত খাতির করছে ভারত

ট্রুডোর প্রতি কানাডীয়দের ভালোবাসা কীভাবে ফুরিয়ে গেল

ট্রাম্প কি সত্যিই গ্রিনল্যান্ড কিনতে চান, কিন্তু কেন

ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে ফ্যাক্ট-চেকিং সরিয়ে জাকারবার্গ কি ট্রাম্পের বশ্যতা স্বীকার করলেন

সেকশন