ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। কিছুক্ষণের মধ্যে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তুরিন আফরোজের বাড়িতে ঢুকে পড়েন একদল তরুণ।
তাঁরা তুরিনের শয়নকক্ষে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং হিজাব না পরায় হম্বিতম্বি করেন। একপর্যায়ে তাঁরা তুরিনের মাথার চুল কেটে দেন। ওই তরুণেরা তুরিন আফরোজকে কয়েক দিন জিম্মি করে রাখেন এবং তাঁকে পেনসিল দিয়ে খুঁচিয়ে আঘাত করেন। তাঁকে ইসলাম বিষয়ে ‘শিক্ষা’ দেন।
তাঁদের দ্বারা তাঁর কিশোরী মেয়ে আক্রান্ত হতে পারে ভেবে তুরিন উদ্বিগ্ন ছিলেন। মেয়ে ধর্ষণের শিকার হতে পারে বলেও তাঁর মনে আশঙ্কা তৈরি হয়। গণমাধ্যমকে তুরিন বলেন, ‘আমি ভেবেছিলাম, তাঁরা হয়তো আমাকে হত্যা করবে। আমি খুবই ভয় পেয়েছিলাম।’
জনসংখ্যার দিক থেকে পঞ্চম শীর্ষ মুসলিম দেশ বাংলাদেশ ইতিহাসের জটিল সন্ধিক্ষণে রয়েছে। পশ্চিমা দেশ ও ভারতীয় কর্মকর্তাদের আশঙ্কা, চরমপন্থীরা বিশ্বের অস্থির অঞ্চলটিতে পা রাখার দ্বারপ্রান্তে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী নেটওয়ার্ক প্রসার লাভ করেছে। মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা, ইসরায়েলের সঙ্গে লেবানন ও হামাসের যুদ্ধ চরমপন্থীদের দলভুক্ত করার উপযুক্ত পরিবেশ তৈরি করেছে।
শেখ হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ১৫ বছরের শাসনের অবসান আশা জাগিয়েছে যে বাংলাদেশ হয়তো নতুন যুগে প্রবেশ করে গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন সরকার পেতে যাচ্ছে। ক্ষুদ্রঋণের প্রবর্তক, হিলারি ক্লিনটনের বন্ধু এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে সেনাবাহিনী সেই আশাকে আরও পোক্ত করেছে।
তবে শেখ হাসিনার পতনের প্রায় অর্ধশতক বছর আগে সংঘটিত গণহত্যা থেকে উদ্ভূত চরমপন্থা বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিয়েছে। শেখ হাসিনা তাঁর শাসনামলে চরমপন্থীদের কঠোরভাবে দমন করেছেন, যার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাঁর সমর্থক ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বেড়েছে। ঢাকায় আইনশৃঙ্খলা শিথিল রয়েছে, দূতাবাসগুলো স্বল্পসংখ্যক কর্মী নিয়ে কাজ করছে, ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে কিশোরেরা সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে এবং বহু থানা পুড়িয়ে দেওয়া হয়। হাজার হাজার হিন্দু এরই মধ্যে তিব্বত ও মিয়ানমার সীমান্তবর্তী ভারতের স্পর্শকাতর এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেসব এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের আনাগোনা আছে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক নিরাপত্তা গবেষক পল স্ট্যানিল্যান্ড বলেন, ‘এ ধরনের বিপ্লবোত্তর পরিবেশ অবিশ্বাস্য রকম নাজুক। ফলে চরম অনিশ্চিত রাজনৈতিক পরিবেশের মধ্যে ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোর মাথাচাড়া দেওয়ার ঝুঁকি আছে।’
সেনাবাহিনী ১৮ মাসের মধ্যে নির্বাচন চাইলেও বাংলাদেশে এখন ঠিক কী ঘটবে, তা স্পষ্ট নয়। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি এরই মধ্যে বিপদের মুখে পড়েছে। তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভর বাংলাদেশ আইএমএফের কাছ থেকে ৩০০ কোটি ডলারের জরুরি সহায়তা চায়।
দীর্ঘদিনের কারফিউ, মহাসড়কে ব্যাপক বিক্ষোভের ফলে বাংলাদেশে জারা, গ্যাপ এবং এইচঅ্যান্ডএমের মতো ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ডগুলোর সরবরাহ ব্যাহত হয়েছে। রপ্তানিকারকেরা আশঙ্কা করেছেন, চলতি বছর এসব ব্র্যান্ডের বিক্রি ২০ শতাংশ কমে যাবে। অনেক ব্র্যান্ড পরের মৌসুমের তৈরি পোশাকের জন্য অন্য কোথাও উৎপাদনের পরিকল্পনা করছে।
হাসিনা ভারতে চলে যাওয়ার পর মুখোশধারীরা হিন্দু মন্দিরে আগুন দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্বদের ভাস্কর্যগুলো ভেঙে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী অধ্যাপকদের পর্দা করার নির্দেশ দিয়ে চিঠি প্রচারিত হয়েছে। জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিবিরোধী অভিযানে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ভেঙে ফেলে ইসলামী চরমপন্থী একটি গোষ্ঠীর পোস্টার টানানো হয়েছে।
সেনাবাহিনীর সমর্থনে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা ড. ইউনূসের হাতে দেশ পুনর্গঠনের দায়িত্ব তুলে দেয়। দরিদ্রদের নিয়ে ক্ষুদ্রঋণ কর্মসূচির জন্য হাসিনা ড. ইউনূসকে প্রকাশ্যে ‘রক্তচোষা’ বলেছেন বছরের পর বছর। তাঁর আমলে ড. ইউনূসকে অর্থ পাচার ও ঘুষের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়। কিন্তু ড. ইউনূস ক্ষমতায় আসার পরপরই সেসব অভিযোগ তুলে নেওয়া হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের আগে সংঘটিত রক্তপাতের নিন্দা করেছেন ড. ইউনূস। অল্প সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন তিনি। কিন্তু স্বাধীনতার পর অর্ধশতকে দুই ডজনের বেশি সামরিক অভ্যুত্থানের এই দেশে জীবন-মৃত্যুর রাজনীতির আনুষ্ঠানিক অভিজ্ঞতা তাঁর নেই। তাঁর ১৯ উপদেষ্টার সবাই মূলত শিক্ষাবিদ, অ্যাকটিভিস্ট ও ছাত্র। তাঁরা কেউই হাসিনার মতো ব্যক্তিত্বের অধিকারী নন।
হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন, ‘ইউনূসের খুব বেশি নিয়ন্ত্রণ বা যথেষ্ট ক্ষমতা আছে বলে মনে হয় না।’ তিনি বলেন, সরকারের পতনের পর থেকে ইসলামপন্থী ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতা দখলের লক্ষ্যে আন্দোলনকে ব্যবহার করেছে। (২য় পর্বে সমাপ্য)
অনুবাদ করেছেন আব্দুর রহমান