ভিডিওস্ট্রিমিং এখন বিনোদন জগতের ব্যবসাক্ষেত্রে অন্যতম উপায় বলে বিবেচিত। ভিডিও কনটেন্ট স্ট্রিমিংয়ের শুরু থেকেই রাজাধিরাজ ছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটির একচ্ছত্র আধিপত্যে ধীরে ধীরে ভাগ বসানো শুরু হয়েছিল। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, স্ট্রিমিং ব্যবসায় মুকুট হারানোর অবস্থায় চলে গেছে নেটফ্লিক্স। সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে এখন সবার ওপরে যে ডিজনি!
করোনার করাঘাতের আগে থেকেই অবশ্য বেজায় অস্থির ছিল স্ট্রিমিং ব্যবসা। এক সময় তো শুরুই হয়ে গেল ‘স্ট্রিমিং ওয়ার’। করোনার লকডাউনে ফুলেফেঁপে ওঠা স্ট্রিমিং ব্যবসা সেই যুদ্ধে বাড়তি রসদ জুগিয়েছিল। যদিও লকডাউনের সংস্কৃতি থেকে বিভিন্ন দেশ বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই আয়ের বেলুন চুপসে যায়। তবুও এ কথা স্বীকার করতেই হবে যে, স্ট্রিমিং ব্যবসা এখনো প্রচলিত বিনোদন ব্যবসার জগতে ‘ভালো’ পরিস্থিতিতেই আছে। আর এমন এক প্রেক্ষাপটেই গত মাসের শেষের দিকে নেটফ্লিক্স জানাল, তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১০ লাখ কমে গেছে। চলে এল বিজ্ঞাপনসমৃদ্ধ ভিডিও কনটেন্ট স্ট্রিমিং করার পরিকল্পনা। নেটফ্লিক্স কর্তৃপক্ষের বক্তব্য ছিল, সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাওয়া এবং বর্তমান বিশ্ব অর্থনীতির অনানুষ্ঠানিক মন্দার প্রভাবেই তাদের বিজ্ঞাপন চালু করতে হবে। একই সঙ্গে বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট দেখার প্যাকেজের দাম বৃদ্ধিরও আলোচনা ওঠে।
এসব সিদ্ধান্তে নেটফ্লিক্স স্ট্রিমিং ওয়ারে পিছিয়ে পড়ল কি না, সেই আলোচনার মধ্যেই এবার ডিজনি জানিয়ে দিল তাদের মোট সাবস্ক্রাইবারের সংখ্যায় এগিয়ে যাওয়ার খবর। সম্প্রতি ডিজনি জানিয়েছে, তাদের মালিকানায় থাকা মোট তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মোট সাবস্ক্রাইবার সংখ্যা ২২১ মিলিয়ন ছাড়িয়েছে। এই তিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ডিজনি প্লাস, হুলু এবং ইএসপিএন প্লাস। এর মধ্যে শুধু ডিজনি প্লাসে গত প্রান্তিকে নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে ১৪ দশমিক ৪ মিলিয়ন। অর্থাৎ, ডিজনি প্লাসে থাকা ভিডিও কনটেন্ট এখনো দর্শকদের মধ্যে আকর্ষণ তৈরি করে রেখেছে। অন্তত নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার হারানোর হারের সঙ্গে তুলনা করলে সেটিই বোধ হয়। আর এমন খবরে শেয়ার বাজারে ডিজনির দামও চড়েছে প্রায় ৬ শতাংশ।
গবেষণা প্রতিষ্ঠান পিপি ফোরসাইটের বিশ্লেষক পাওলো পেসকাতোরে মনে করেন, মোট সাবস্ক্রাইবারের সংখ্যায় ডিজনির এগিয়ে যাওয়ার এই ঘটনা চলমান স্ট্রিমিং ওয়ারের বেশ গুরুত্বপূর্ণ একটি দিক। কারণ, স্ট্রিমিং ব্যবসায় আরও বেশিসংখ্যক সাবস্ক্রাইবার সংগ্রহের সুযোগ এখনো বেশ তাজা। কারণ বিভিন্ন দেশের নিত্যনতুন বাজারে এখনো সমভাবে ঢোকেইনি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো।
সমস্যা হলো, স্ট্রিমিং দুনিয়ায় নেটফ্লিক্সের একাধিপত্য দূর করতে বিভিন্ন প্রতিষ্ঠান এখন একাধিক ‘অস্ত্র’ নিয়ে মাঠে নামছে। ডিজনির দেখাদেখি গত বছরই ওয়ার্নার মিডিয়া ও ডিসকভারিকে ‘এক’ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল মালিক প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। ওয়ার্নারের আগে থেকেই একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, নাম এইচবিও ম্যাক্স। ডিসকভারির আছে ডিসকভারি প্লাস। ওয়ার্নারের হাত পাকা উঁচু মানের টিভি সিরিজ তৈরিতে। আর মূলত তথ্যভিত্তিক কনটেন্ট তৈরিতে দক্ষ ডিসকভারি। অর্থাৎ, দুটি ভিন্ন ঘরানার ভিডিও কনটেন্ট তৈরিকারী প্রতিষ্ঠান স্ট্রিমিং ব্যবসায় এসে এক হয়ে যাচ্ছে। বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, মিডিয়া ব্যবসায় আরও অনেক ছোট স্ট্রিমিং কোম্পানির একীভূত হতে পারে ভবিষ্যতে। ডিজনির পাওয়া সাফল্যে তেমন লক্ষণই এখন প্রকট।
সুতরাং, নেটফ্লিক্সের ‘দুর্গম গিরি, কান্তার মরু’ পরিস্থিতি খুব সহসাই শেষ হচ্ছে না। এদিকে স্ট্রিমিং ব্যবসায় সাবস্ক্রিপশন ফি বাড়ানো নিয়ে অব্যাহত আলোচনা শঙ্কা জাগাচ্ছে। আবার যে বিজ্ঞাপনের অত্যাচার থেকে রেহাই পেতে মানুষ স্ট্রিমিং বেছে নিত, সেখানেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। নেটফ্লিক্সের দেখাদেখি এ পথে পা বাড়িয়েছে ডিজনিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিজনি প্লাসে আগামী ডিসেম্বর থেকে বিজ্ঞাপনসহ কনটেন্ট দেখার প্যাকেজ চালু হবে। এটি মাসে ৮ ডলারে পাওয়া গেলেও বিজ্ঞাপনমুক্ত সেবা পেতে খরচ করতে হবে ১১ ডলার। অথচ এখন বিজ্ঞাপন থেকে রেহাই পেতে ৮ ডলার খরচ করতে হয় ডিজনিতে। বিশ্লেষকেরা বলছেন, বিজ্ঞাপন দেখলে স্বাভাবিকভাবেই প্যাকেজ কিছুটা সাশ্রয়ী থাকবে সাধারণ সাবস্ক্রাইবারদের জন্য। তবে বিরক্তিও উৎপাদিত হবে। এতে একদিকে যেমন সাবস্ক্রাইবাররা নিরুৎসাহিত হতে পারে, অন্যদিকে কোপ আসতে পারে প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক আয়ে। ফলে স্ট্রিমিং ব্যবসায় সাময়িক মন্দা আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
আর সে কারণেই স্ট্রিমিং ওয়ারে সাময়িকভাবে এগিয়ে গেলেও আদতে স্বস্তি পাচ্ছে না ডিজনি। ওদিকে ঈষৎ অস্বস্তিতে থাকলেও নেটফ্লিক্স পাচ্ছে ছন্দে ফেরার সুযোগ। কারণ কে না জানে, ওস্তাদের মার শেষ রাতে!
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার, বিবিসি, সিবিএস নিউজ, ডেডলাইন ডট কম, সিনেট, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এক্সিওস ডট কম ও দ্য গার্ডিয়ান