হোম > শিল্প-সাহিত্য

প্রকাশিত হলো হিমালয় পাই এর নতুন বই ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ইচ্ছামতো যে কারও নাম বসিয়ে নিতে পারেন’ ব্যানারে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। ছবি: আজকের পত্রিকা

হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূপে আরগুমেন্ট হিসেবে তুলে ধরেছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ইচ্ছামতো যে কারও নাম বসিয়ে নিতে পারেন’ ব্যানারে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

প্রকাশনা অনুষ্ঠানে লেখক হিমালয় পাই বলেন, ‘যদি কোথাও এক ঘণ্টা খরচ করি চেষ্টা করি লেখার। গত বিশ্বকাপের সময় দেড় মাসের মতো ইন্ডিয়া ছিলাম। তখন এই বইটা লেখার আইডিয়া আসে। এই বইটা লিখতে গিয়ে দেড় শ এর মতো রেফারেন্স বই পড়তে হয়েছে। বইটা আড়াইবার লিখতে হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর লেখা শেষ হয়েছে।’

তিনি আজকের পত্রিকাকে জানান, ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’ একটি ক্রিয়েটিভ নন ফিকশন। ১২৪ জন বিভিন্ন অঙ্গনের মানুষ আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে ২০২৩ সালে লেখককে দেড় মাসের ভারত সফরে পাঠিয়েছিলেন। তখনই তিনি বইটি লেখার কাজ শুরু করেন। বইটিকে তিনি বলছেন’ এ জার্নি বাই পার্সপেক্টিভ অ্যান্ড ইন্টারপ্রেটেশন রেদার দ্যান ডিসট্যান্স’।

হিমালয় পাই এর লেখক জীবন শুরু হয় মিলান কুন্ডেরার বিখ্যাত উপন্যাস’ দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ অনুবাদের মাধ্যমে। ২০১১ সালে তার প্রথম বই’ প্রযত্নে হন্তা’ প্রকাশিত হয়।’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’সহ তার ১৮টি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে গ্যাপশেডিং, রংপ্যাথি, সিগনেচার সরণ, হিউম্যান ল্যাব, দ্যা এক্সেডেন্টাল এনট্রোপেনার উল্লেখযোগ্য।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে আদর্শ প্রকাশনীর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে বইটি পাওয়া যাবে ৷ আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, ‘হিমালয় পাই এর লেখার ধরন ব্যতিক্রমী। বইটিতে তিনি ব্যক্তি ও ব্যক্তির পারিপার্শ্বিক জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিজের মেটাফরিক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।’

প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি প্রতিষ্ঠান ‘ব্রেইনস্টেশন ২৩ লিমিটেড’ এর সিইও রাইসুল কবির, ‘প্যারাডাইম আর্কিটেক্ট’ এর কো-ফাউন্ডার মইনূল হক তানভীর, ‘ন্যাসেনিয়া লিমিটেড’ এর চিফ অপারেটিং অফিসার ফুয়াদ বিন ওমর প্রমুখ।

জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

বাংলা একাডেমির ফেলোশিপ-পুরস্কার পাচ্ছেন যাঁরা

বামিহাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ জন

ভেন্যু বরাদ্দ বাতিল, অনিশ্চয়তায় এবারের ফোক ফেস্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

চিত্র চেতনায় চব্বিশের গণ–অভ্যুত্থান, বিজয় দিবসে প্রদর্শনী

‘এ পৃথিবী একবার পায় তারে’

শিল্পকলায় মুগ্ধতা ছড়ালেন দড়াবাজরা

ক্যানভাসে গোধূলির মুগ্ধতা বিক্রি হলো ১২ কোটি ডলারে

সেকশন