সাফওয়ান আমিন
বৃষ্টি এলে রোমান্টিক হবো নাকি কিঞ্চিৎ হিসেবি
ভাবনায় পড়ে যাই,
এর চেয়ে তুলনামূলক সাহিত্যতত্ত্বের অধ্যাপক হওয়া ভালো
ভয়টুকু আলাদা করে শিশুর মতো
সুখী ও নিষ্পাপী হয়ে
যদি বৃষ্টির পরশে বিগলিত হতে যাই,
পুঁজির দাসত্বে আধুনিক হওয়া মানুষ মনে আসে;
তবু ওষুধে অসুখ সারে কিংবা
সাপুড়ে যে সাপ অপছন্দ করে না,
তারই বা নিশ্চয়তা কী?
তার চেয়ে বড় কথা,
পুঁজিবাদের প্রসঙ্গের চেয়েও পুঁজি আরও বড়
নগরের অধিক ব্যস্ততা নিয়ে
দৌড়ায় যে বাবা, যে মা ইশকুলের দিকে
তেমনই ব্যস্ততায় পুঁজির ধারণা থেকে
পালাতে চাই
কেউ খোঁজ করো না