Ajker Patrika
হোম > শিল্প-সাহিত্য

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

অনলাইন ডেস্ক

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। ‘প্রগাঢ় কাব্যিক গদ্যে ঐতিহাসিক ক্ষত তুলে ধরা এবং মানবজীবনের নাজুক পরিস্থিতির উন্মোচনের জন্য’ তাঁকে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি।

দক্ষিণ কোরীয় সাময়িকীতে একগুচ্ছ কবিতা প্রকাশের মধ্য দিয়ে লেখক হিসেবে হান কাংয়ের আত্মপ্রকাশ ঘটে। ১৯৯৫ সালে ছোটগল্পের সংকলন প্রকাশের মধ্য দিয়ে তাঁর গদ্য পাঠকের সামনে আসে।

পরবর্তী সময়ে হান কাং দীর্ঘাকার গদ্য লেখা শুরু করেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য ভেজেটারিয়ান’। হান কাংয়ের যেসব বই ইংরেজিতে অনূদিত হয়েছে, সেগুলোর প্রথম দিককার একটি এটি।

হান কাংয়ের এই উপন্যাস ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পায়। এই উপন্যাসে তিনি মানুষের নিষ্ঠুরতা নিয়ে আতঙ্কে ভুগতে থাকা এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার চেষ্টার কথা তুলে ধরেন।

৫৩ বছর বয়সী হান কাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে জন্ম নেন। সাহিত্য চর্চার পরিবেশেই তিনি জন্ম নেন। তাঁর বাবা ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক।

জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী আয়োজিত

অলাত এহ্সানের নতুন গল্পগ্রন্থ ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’

মোড়ক উন্মোচন হলো সরোজ মেহেদীর ‘মায়াজাল’-এর

বইমেলায় রহস্য ও অরণ্যপ্রেমীদের জন্য ইশতিয়াক হাসানের ৫ বই

কবি জসীমউদ্দিন ও সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন ৩ জন

আপাদমস্তক নন্দন, দর্শন, সংগীত: আলী এফ. এম রেজওয়ান

নিঃসঙ্গ নজরুল মঞ্চ এবং...

প্রাণের মেলায় মিলেছে প্রাণ

পড়তে পারার ঐশ্বর্য

প্রকাশিত হলো হিমালয় পাই এর নতুন বই ‘ডিটাচমেন্ট টু ডিপার্চার’