Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকিং চ্যানেলে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে সন্দেহজন ৪৩ কোটি টাকা লেনদেনর প্রমাণ পেয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া তাঁর চার মেয়ের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দিয়েছে দুদক।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক খাদ্যমন্ত্রীর নামে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি কর্মচারী ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট সাধন চন্দ্র মজুমদারের নিজ এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৬৫টি হিসাবে মোট ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেন। যার মধ্যে ২৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ২৫৭ টাকা জমা ও ১৯ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ১১৮ উত্তোলন করেছেন। তিনি এই টাকা সন্দেহজনকভাবে হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করেছেন বলে জানায় দুদক।

মামলার এজাহারে বলা হয়, সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কাবেরী রানী মজুমদারে ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৭৩৬ টাকার, সোমা রানী মজুমদারের ২০ লাখ ৬০ হাজার ৩১৫ টাকার, কৃষ্ণা রানী মজুমদারের ২ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৪৩৯ টাকার ও তৃনা মজুমদারের নামে ৩ কোটি ২৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

এ ছাড়া তাদের নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভবনা রয়েছে বলেও মনে করে দুদক।

মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, পথচারী আরএফএল কর্মকর্তা নিহত

নেছারাবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে মুক্তিযোদ্ধা

কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

‘টাকা যার, রাষ্ট্র তার, টাকা যার, অধিকার তার–এমন রাষ্ট্র চাইনি’

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ

ছাত্রদলের কমিটি করার চেষ্টা, শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

মৃত্যুর পরও হামলার মামলার আসামি

ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আগামীকাল