চট্টগ্রামের আদালত এলাকায় সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। আদালতে ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। এদিকে সাইফুল হত্যাকাণ্ডের পর সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট।
এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে এই আইনজীবী নিহতের ঘটনার জেরে গত মঙ্গলবার রাতভর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে। আর সাইফুল হত্যার জেরে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন কংগ্রেসের সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। এ ছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও উদ্বেগ জানিয়েছেন।
গত সোমবার রাজধানীর বিমানবন্দর থেকে চিন্ময় গ্রেপ্তার হন। পরে তাঁকে চট্টগ্রাম পুলিশে হস্তান্তর করা হয়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হয়। এদিন চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর জেরে আদালত চত্বর ও এর আশপাশে ব্যাপক সংঘর্ষ হয়। এই সময় সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
পৃথক তিন মামলা
সাইফুল হত্যাকাণ্ডের জেরে গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা, গায়েবানা জানানা, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১ হাজার ৪০০ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় কোতোয়ালি থানা-পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, সাইফুলকে হত্যার পর মঙ্গলবার রাতভর চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছিল। এ ছাড়া গতকাল আরও তিনজনকে আটক করা হয়। এরপর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ২৮ জনকে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাঁদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। কারণ, চট্টগ্রামের আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন।
চট্টগ্রামের এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এখন পর্যন্ত যে ২৮ জনকে গ্রেপ্তার করেছি, তাদের মধ্যে ৮ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’
কয়েকজন চিহ্নিত
সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ, ছবি বিশ্লেষণ ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য পেয়েছে আজকের পত্রিকা। সূত্র জানিয়েছে, ওই আইনজীবীকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার বিকেলে সাইফুল চট্টগ্রাম আদালত ভবনের প্রধান প্রবেশপথ দিয়ে বেরিয়ে সড়কের উল্টো দিকে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের দিকে যাচ্ছেন। তিনিসহ আরও ১০-১২ জন আইনজীবীকে ধাওয়া দেয় সশস্ত্র দলটি। এ সময় সাইফুল পা পিছলে পড়ে গেলে ধারালো অস্ত্রধারী ১০-১৫ জনের একটি দল প্রথমে তাঁকে পেটায়। এরপর মাথা থেঁতলে দেওয়া হয়। পরে আরেক দল কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত সাতজনের পরিচয় বের করেছে একটি গোয়েন্দা সংস্থা। এর মধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবির এক ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ইসকন সমর্থক আইনজীবী, ক্লার্করাও আদালতে সংঘর্ষে জড়ান বলে গোয়েন্দা সংস্থাটি বলছে।
সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
এদিকে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালের মধ্যে বিষয়টি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে জানাতে বলেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে এনে সুয়োমোটো রুল প্রার্থনা করেন। তিনি ইসকন নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে আপাতত ১৪৪ ধারা জারির আরজি জানান।
পরে আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, একজন আইনজীবী পত্রিকা নিয়ে আদালতের দৃষ্টিতে আনেন, সুয়োমোটো রুল ইস্যু করার জন্য আবেদন করেন। তিনি আরও বলেন, ‘কতটুকু প্রোগ্রেস আছে, বৃহস্পতিবার সকালে আদালত জানাতে বলেছেন। আমি জানাব।’
কংগ্রেস, বিজেপি, তৃণমূলের উদ্বেগ
চিন্ময় গ্রেপ্তারের ঘটনায় আগেই উদ্বেগ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়া ভারত সরকারের প্রতি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ জন্য শুভেন্দুর পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ জন্য পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।
আইনজীবী সাইফুল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার পর হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধিত হন। সাইফুলের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায়।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফুল ইসলাম আলিফের পিঠে ও ঘাড়ে দুটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া মাথায় ভারী বস্তুর আঘাতে খুলি ভেঙে গেছে। একটি পাও ভাঙা।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম আদালতে মহানগর হাকিম ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয়।
শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে চিন্ময় কৃষ্ণকে প্রিজন ভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীরা এ সময় বাধা দিলে প্রিজন ভ্যানটি প্রায় তিন ঘণ্টা সেখানে আটকে থাকে। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে বেলা ৩টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। তারা এ সময় আদালত এলাকার একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা হত্যা ও সংঘর্ষের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলাটি হবে কোতোয়ালী থানায়।
আরও খবর পড়ুন: