হোম > সারা দেশ

বেসরকারি মেডিকেল-ডেন্টালে ১০ শিক্ষার্থীর জন্য ১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রাখার বাধ্যবাধকতা রেখে এসব প্রতিষ্ঠান পরিচালনায় নতুন আইন করতে যাচ্ছে সরকার।

এজন্য আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভায় ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২১’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন আইনটি পাস করতে সংসদে তোলা হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, প্রত্যেকটি মেডিকেল বা ডেন্টাল কলেজে কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী থাকতে হবে। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হতে হবে ১:১০। শিক্ষার্থীদের ফি মেডিকেল ও ডেন্টাল কলেজ নয়, সরকার নির্ধারণ করে দেবে। মেট্রোপলিটন এলাকায় মেডিকেল কলেজের নামে দুই একর, ডেন্টাল কলেজের নামে এক একর এবং অন্যান্য এলাকায় মেডিকেল কলেজের জন্য চার একর ও ডেন্টাল কলেজের জন্য দুই একর জমি থাকতে হবে।

এছাড়া নতুন আইন পাস হলে তফসিলি ব্যাংকে মেডিকেল কলেজের নামে তিন কোটি টাকা ও ডেন্টাল কলেজের নামে দুই কোটি টাকা সংরক্ষিত তহবিল হিসেবে জমা রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের জন্য কমপেক্ষ এক লাখ বর্গফুট, হাসপাতাল পরিচালনার জন্য আরও এক লাখ বর্গফুট কন্সট্রাকশন সুবিধা থাকতে হবে। আর ডেন্টাল হাসপাতালের জন্য ৫০ হাজার বর্গফুট কন্সট্রাকশন সুবিধা থাকতে হবে।

প্রস্তাবিত নতুন আইনে মেডিকেল বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ধ্বংস করতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ব্যবস্থা নিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে দুই বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ