Ajker Patrika
হোম > সারা দেশ

বেসরকারি মেডিকেল-ডেন্টালে ১০ শিক্ষার্থীর জন্য ১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি মেডিকেল-ডেন্টালে ১০ শিক্ষার্থীর জন্য ১ শিক্ষক

ঢাকা: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রাখার বাধ্যবাধকতা রেখে এসব প্রতিষ্ঠান পরিচালনায় নতুন আইন করতে যাচ্ছে সরকার।

এজন্য আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভায় ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২১’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন আইনটি পাস করতে সংসদে তোলা হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, প্রত্যেকটি মেডিকেল বা ডেন্টাল কলেজে কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী থাকতে হবে। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হতে হবে ১:১০। শিক্ষার্থীদের ফি মেডিকেল ও ডেন্টাল কলেজ নয়, সরকার নির্ধারণ করে দেবে। মেট্রোপলিটন এলাকায় মেডিকেল কলেজের নামে দুই একর, ডেন্টাল কলেজের নামে এক একর এবং অন্যান্য এলাকায় মেডিকেল কলেজের জন্য চার একর ও ডেন্টাল কলেজের জন্য দুই একর জমি থাকতে হবে।

এছাড়া নতুন আইন পাস হলে তফসিলি ব্যাংকে মেডিকেল কলেজের নামে তিন কোটি টাকা ও ডেন্টাল কলেজের নামে দুই কোটি টাকা সংরক্ষিত তহবিল হিসেবে জমা রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের জন্য কমপেক্ষ এক লাখ বর্গফুট, হাসপাতাল পরিচালনার জন্য আরও এক লাখ বর্গফুট কন্সট্রাকশন সুবিধা থাকতে হবে। আর ডেন্টাল হাসপাতালের জন্য ৫০ হাজার বর্গফুট কন্সট্রাকশন সুবিধা থাকতে হবে।

প্রস্তাবিত নতুন আইনে মেডিকেল বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ধ্বংস করতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ব্যবস্থা নিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে দুই বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ

সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তার

‘রামদা জাহাঙ্গীর’কে পিটুনি দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ধর্ষণের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন