হোম > সারা দেশ

জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবিতে তালায় মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় নাগরিক কমিটির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়নের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা তালায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান।

তালায় নাগরিক কমিটির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বক্তারা আরও বলেন, উন্নয়নে পিছিয়ে থাকায় তালার জনগণ নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হলেও এর সমাধান হচ্ছে না। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করার দাবি এলাকাবাসীর। উপজেলা ভূমি অফিস না থাকায় জনগণকে এ-সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে তালাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে এবং উপজেলা নাগরিক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ারদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, নাগরিক কমিটির সহসভাপতি ডা. জাকির হোসেন, রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালা উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা উল্লেখিত দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন: শোভাযাত্রার আগেই সুখবর দেবে ডিএমপি

মঙ্গল শোভাযাত্রার নাম বদলের ব্যাখ্যা ও শিক্ষক–শিক্ষার্থী দ্বন্দ্বের অবসান চান চারুকলার শিক্ষার্থীরা

মেঘনা আলমের আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট

মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেপ্তার

ব্রি-১০৮ ধানে চমক: ২১ কেজি বীজে ২২১ মণ ফলন

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, আহত ২

সাংগ্রাই উৎসবে রঙিন বান্দরবান

র‍্যাব পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার